সুপ্রিম কোর্টে ম💦েজাজ হারালেন সিবিআইয়ের আইনজীবী বিকাশ সিং। যিনি আবার শীর্ষ আদালতের বার অ্যাসোসিয়েশনের প্রধান। তা নিয়ে ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের তুমুল ভর্ৎসনার মুখে পড়েন আইনজীবী। একেবারে কড়া ভাষায় প্রধান বিচারপতি জানিয়ে দেন, আদালতে কখনও চোঙরাঙানির সামনে মাথানত করেননি। তাঁর পেশাদারি কেরিয়ারের (সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির মেয়াদকালে) যে দু'বছর বাকি আছে, সেইসময়ও করবেন না।
সুপ্রিম কোর্টের বার⛄ অ্যাসোসিয়েশনের দায়ের করা জমি বরাদ্দ সংক্রান্ত মামলার শুনানির জন্য বৃহস্পতিবার আবেদন জানান আইনজীবী সিং। তিনি দাবি করেন, গত ছয় মাসে একবারও সেই মামলার শুনানি হবে। তাঁর সওয়ালের প্রেক্ষিতে ভারতের প্রধান বিচারপতি জানান, সাধারণভাবে সেই মামলার শুনানি হবে। দিনের যে সময় তাঁরা (সুপ্রিম কোর্টের বিচারপতিরা) ফাঁকা থাকবেন, সেইসময় সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের প্রধানকে আসতে বলেন।
তারপরই মেজাজ হারিয়ে ফেলেন সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশন। তিনি জানান, তাহলে তাঁকে বিষয়টি নিয়ে আরও সরব হতে হবে। এমনকী তিনি বলেন, 'তাহলে আপনার বাসভবনে আসতে হবে।' তারপরই তুমুল রেগে যান প্রধান বিচারপতি। তিনি বলেন, 'বসে পড়ুন। চুপ করুন। মিস্টার সিং অবিলম্বে এই আদালতকক্ষ থেকে বেরিয়ে যান।' সঙ্গে তিনি জানান, সুপ্রিম কোর্টের বেঞ্চকে ভয় দেখিয়ে কোনও কাজ হয়ে যাবে, সেরকম আশা করা 𒁏একেবারেই কাঙ্খিত নয়। 'আমি কখনও কোনও কারও সামনে দমে যাইনি। কেউ ভয় দেখাতে পারেননি। আমার পেশাদারি কেরিয়ারে শেষ দু'বছরে সেটা হতেও দেব না।'
আরও পড়ুন: বদলে গেল নির্বাচন কমিশনার নিয়োগের নিয়ম , তিন সদস্যের বাছাই প্যান🃏েল🌄ে থাকবেন CJI
প্রধান বিচারপতি আরও🅠 বলেন, 'এটা আমার রায়। আমি সেটা ঘোষণা করে দিয়েছি। এবার আদালত ছেড়ে চলে যান। আগামী ১৭ মার্চ মামলার শুনানি হবে।' প্রধান বিচারপতির সেই মন্তব্যের প্রেক্ষিতে আইনজীবী সিং জানান, মামলাটি ন'বার নথিভুক্ত হয়েছে। তাতে পালটা প্রধান বিচারপতি বলেন, 'এরকম আচরণ করতে পারেন না আপনি। আমি মাথানত করব না। সাধারণ মামলাকারী হিসেবে আপনাকে বিবেচনা করা হবে।'
আরও পড়ুন: SC on Adani Group ඣCase- আদানি কাণ্ডের তদন্তে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিল সুপ্রি꧂ম কোর্ট
পরব▨র্তীতে সেই ঘটনার জন্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে ক্ষমা চেয়ে নেন আইনজীবী কপিল সিব্বল। তিনি বলেন, 'আজ যা হয়েছে, সেজন্য ক্ষমা চাইছি। নিজের সীমা অতিক্রম করা উচিত হয়নি বারের (পড়ুয়া সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের প্রধানের)।' তারপর সংক্ষিপ্ত জবাবে প্রধান বিচারপতি বলেন, 'ধন্যবাদ।'
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক )