SC On Sexual Harassment: দু'পক্ষের ‘সমঝোতা’ হয়ে গিয়েছে বলে যৌন হেনস্থার মামলা বাতিল করা যায় না- সুপ্রিম কোর্ট
1 মিনিটে পড়ুন Updated: 07 Nov 2024, 03:42 PM ISTঅভিযোগ ছিল এর সরকারি স্কুলের শিক্ষকের বিরুদ্ধে।
অভিযোগ ছিল এর সরকারি স্কুলের শিক্ষকের বিরুদ্ধে।
অভিযোগকারী আর অভিযুক্তের মধ্যে সমঝোতা হয়ে গিয়েছে বলে, কোনও যৌন হেনস্থার মামলা বাতিল হয়ে যেতে পারে না। সদ্য এক মামলায় রাজস্থান হাইকোর্টের নি♌র্দেশকে সরিয়ে রেখে এই বার্তা দিয়েছে সুপ্রিম কোর্ট। এর আগে, রাজস্থান হাইকোর্ট ওই যৌন হেনস্থার অভিযোগের মামলায় এক শিক্ষককে স্বস্তি দেয়। হাইকোর্টের সেই নির্দেশকেই সরিয়ে রেখে এদিন বার্তা দিয়েছে সুপ্রিম কোর্ট।
এই মামলার মূল ঘটনা ২০২২ সালের। ঘটনা ঘটেছিল রাজস্থানের গঙ্গাপুর সিটিতে। সেখানে এক দলিত ঘরের বালিকা অভিযোগ করেছিল, তাকে যৌন হেনস্থা করা হচ্ছে বলে। আর সেই অভিযোগ ছিল এর সরকারি স্কুলের শিক্ষকের বিরুদ্ধে। অভিযোগ অনুসারে কেস ফাইল হয়। পকসো আইনের আওতায় মামলা দায়ের হয়। এছাড়াও এসসি /এসটি অ্যাক্টেও মামলা দায়ের হয়েছে। এই নাবালিকার বক্তব্যও রেকর্ড করা হয়। এপর্যন্ত ঘটনা প্রবাহ চলার পরই আসে নয়া মোড়। অভিযুক্ত শিক্ষক বিমল কুমার গুপ্তা এরপরই ওই নাবালিকার পরিবারের থেকে একটি 𒉰বিবৃতি পান। সেই বিবৃতিতে লেখা ছিল, ওই নাবালিকার পরিবার ভুল বোঝাবুঝির জেরে পুলিশে অভিযোগ করে, তবে তারা আর চায়না যে ওই শিক্ষকের বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ হোক। এই বক্তব্য পুলিশ গ্রহণ করে। তবে নিম্ম আদালতে এই বক্তব্য পেশ হতেই না খারিজ হয়। তারপর সেই বিবৃতি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন ওই ব্যক্তি। এরপর হাইকোর্ট ওই বক্তব্য গ্রহণ করে, আর এফআইআর বাতিল করার নির্দেশ দেয়। এরপর গোটা ঘটনা নিয়ে সরব হন এক সমাজকর্মী।
সমাজকর্মী রামজিলাল বাইয়ওয়া এরপর এই মামলা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। হাইকোর্টের নির্দেশকে তিনি সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেন। এদিন কোর্টের ওই বেঞ্চে ছিলেন বিচারপতি সিটি রবিকুমার ছিলেন বিচারপতি পিভি সঞ্চয়ꦡ কুমার। তাঁদের বেঞ্চ হাইকোর্টের নির্দেশকে সরিয়ে দেয়। পাশাপাশি কোর্টের সাফ বার্তা, দুই পক্ষের মধ্যে 'সমঝোতা' কোনও কারণ হতে পারে না যৌন হেনস্থার মামলা বাতিলের𓆉 ক্ষেত্রে।