সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেল সম্ভবত 'হ্যাক' হওয়ার খবরে তোলপাড় ছড়িয়েছে। এই ꦗচ্যানেলে চোখ রাখতেই দেখা গিয়েছে ক্রিপ্টো কারেন্সির প্রচারের ভিডিয়ো। ম💖ার্কিন সংস্থা 'রিপল ল্যাবস'-র প্রচারের ভিডিয়ো সেখানে দেখা যাচ্ছে। ক্রিপ্টো কারেন্সি নিয়ে ভিডিয়ো ছাড়াও দেখা ফাঁকা ভিডিয়ো, যার ওপরও একটি শব্দ বন্ধনী রয়েছে। মূলত, এই চ্যানেলে সুপ্রিম কোর্টে চলা বিভিন্ন শুনানির লাইন স্ট্রিমিং দেখা যায়।
শুক্রবার সকালে সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেল যাঁরা খুলেছেন, তাঁরা অনেকেই হতভম্ব হয়েছেন। সকালে তা খুলেই দেখা গিয়েছে বিভিন্ন ভিডিয়ো যা সুপ্রিম কোর্ট সম্পর্কিত নয়। সেখানে ক্রিপ্টোকারেন্স⛦ির প্রচারের ভিডিয়ো বাদেও দেখা গিয়েছে একটি ফাঁকা ভিডিয়ো। যে ভিডিয়োতে লেখা রয়েছে, ‘Brad Garlinghouse: Ripple Responds To The SEC's $2 Billion Fine! XRP PRICE PREDICTION’। এদিকে, বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হতেই বিষয়টি নিয়ে প্রশ্ন ওঠে। এরপর সুপ্রিম কোর্টের তরফে একটি বিবৃতি প্রকাশ করেꦺ জানানো হয়েছে যে, ভারতের সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেল হ্যাক হতেই তা বন্ধ করা হয়েছে সাময়িক কিছুক্ষণের জন্য। তবে তা পরে ফের চালু করা হবে। সেখানে জানানো হয়। পরে খুব শিগগিরই এই চ্যানেল চালু হবে।
জানা গিয়েছে, শুক্রবার সকাল থেকেই সুপ্রিম কোর্টের আইটি টিমের সঙ্গে ন্যাশনাল ইনফরমেটিক সেন্টারের সঙ্গে মিলে একযোগে এই হ্য🍰াকিং এর সমস্যা কাটাতে উদ্যত হয়। তবে সর্বশে🅠ষ আপডেট অনুযায়ী দেখা যাচ্ছে, সুপ্রিম কোর্ট ওই অ্যাকাউন্ট আপাতত বন্ধ রেখেছে। তবে খানিক বাদে তা চালু করার বার্তা দিয়ে বিবৃতি প্রকাশ করেছে। উল্লেখ্য, যে সমস্ত জনস্বার্থ মামলার শুনানি সুপ্রিম কোর্টে হয়, সেগুলি এই ইউটিউব চ্যানেলে সরাসরি স্ট্রিমিং এর মাধ্যমে দেখা যায়। এদিকে, এছাড়াও সাংবিধানিক বেঞ্চের কাছে যে সমস্ত মামলা যায়, সেগুলির লাইভ স্ট্রিমিং হয় সুপ্রিম কোর্টের এই বেঞ্চে। সদ্য আরজি কর মামলার লাইভ স্ট্রিমিং হয়েছে সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেলে।