টিআরপি কেলেঙ্কারি সংক্রান্ত মুম্বই পুলিশের তদন্তের বিরুদ্ধে করা রিপাবলিক টিভি চ্যানেলের আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। ♎এই বিষয়ে বম্বে হাই কোর্টে আবেদন জমা দেওয়ার পরামর্শ দিয়েছে শীর্ষ আদালত।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের বেঞ্চের নেতৃত্বে থাকা বিচারপচতি ডি ওয়াই চন্দ্রচূড় চ্যানেলের আইনজীবীকে সাফ জানিয়ে দিয়েছে, ‘আপনাদের অফিস তো ওয়র্লিতে। ওখা থেকে ফ্লোরা ফাউন্টেনে বম্বে হাই কোꦅর্টের দূরত্ব খুবই কম। আমাদের উচিত হাই কোর্টের প্রতি আস্থা রাখা।’
সেই সঙ্গে পুলিশ আধিকারিকদের সংবাদমাধ্যমের সামনে মুখ খোলার প্রবণতার বিরুদ্ধেও বিরক্তি প্রকাশ করে শীর্ষ আদালত। বিচারপতি চন্দ্রচূড় মন্তব্য করেন, ‘পুলিশ কমিশনারদের যখন-তখন সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়া নিয়ে আমরা উদ্বিগ্🍸ন।’
আদালতের এই মন্তব্যে আবেদন প্রত্যাহার করার 👍সিদ্💦ধান্ত নেন চ্যানেলের বর্ষীয়ান আইনজীবী হরিশ সালভে।
এর আগে ওকালতনামা জমা দিয়ে সংবিধানের ১৯ পরিচ্ছেদে উল্লিখিত বক💙্তব্য প্রকাশের স্বাধীনতা দর্শিয়ে ওই টিভি চ্যানেলের বিরুদ্ধে অপরাধ আড়াল এবং তদন্তে বাধা দানের চেষ্টাไর অভিযোগ করে মুম্বই পুলিশ।
ওকালতনামায় 💞বলা হয়, টিআরপি দুর্নীতি 🐈নিয়ে ক্রমাগত টিভি বিতর্কের আয়োজন করে সাক্ষীদের সঙ্গে যোগাযোগ করে তাঁদের প্রভাবিত করার চেষ্টা করছে চ্যানেল কর্তৃপক্ষ।