আজ সমলিঙ্গে বিয়ের আইনি বৈধতা নিয়ে রায়দান করল শীর্ষ আদালতের সাংবিধানিক বেঞ্চ। এর আগে মে মাসে এই মামলার রায়দন স্থগিত রাখা হয়েছিল। আজ অবশেষে সেই মামলার রায়দান করা হল। শীর্ষ আদালতের প্রধান বিচারপতি আজ জানিয়ে দিলেন যে রূপান্তরকামী কোনও পুরুষ যদি মহিলাকে বিয়ে করতে চান, বা রূপান্তরকামী কোনও মহিলা যদি পুরুষকে বিয়ে করতে চান, তাহলে তাঁরা তা করতে পারবেন। যে সাংবিধানিক বেঞ্চের তরফে এই রায়দান করা হয়েছে তাতে আছেন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি সঞ্জয় কিষান কৌল, বিচারপতি এস রবীন্দ্র ভাট, বিচারপতি হিমা কোহলি এবং বিচারপতি পিএস নরসীমা। এর আগে ১০ দিনের শুনানির পর গত ১১ মে রায়দান স্থগিত রেখেছিল শীর্ষ আদালত। আজ তৃতীয়ায় ঐতিহাসিক এই রায় ঘোষণা করল সাংবিধানিক বেঞ্চ। (আরও পড়ুন: 'শহুরে ধারণা নয় সমকামিতা… বিয়েকে অপরিবর্তনীয় প্রতিষ্ঠান বলা ভুল', যা ব﷽ললেন CJI)