'বিকল্প নোবেল' 🏅বা ‘Alternative Nobe💖l’ হিসেবে পরিচিত 'রাইট লাইভলিহুড' পুরস্কার জিতল আইনজীবী ঋত্বিক দত্ত এবং রাহুল চৌধুরীর প্রতিষ্ঠিত লিগাল ইনিশিয়েটিভ ফর ফরেস্ট অ্যান্ড এনভায়রনমেন্ট বা 'লাইফ'। দুর্বল জনগোষ্ঠীকে তাদের জীবিকা রক্ষার জন্য ক্ষমতায়ন এবং পরিষ্কার পরিবেশের অধিকার আদায় করার জন্য পুরস্কৃত হল ঋত্বিক, রাহুলের সংগঠন। ২০০৫ সালে লিগাল ইনিশিয়েটিভ ফর ফরেস্ট অ্যান্ড এনভায়রনমেন্ট সংগঠনটি গঠন করেন দুই আনজীবী।
অন্যান্য পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন ক্যামেরুনেন নারী অধিকারকর্মী মার্থে ওয়ান্দু, রাশিয়ার পরিবেশকর্মী ভ্লাদিমির স্লিভিয়াক এবং কানাডার আদিবাসী অধিকার রক্ষক ফ্রেদা হুসন। বিশ্বজুড়ে মানুষের হয়ে কাজ করা মানুষকে সম্মানিত করে রাইট লাইভলিহুড। পাশাপাশি বিশ্বব্যাপী বিভিন্ন সমস্যা সমাধানের ক্ষেত্রে সহায়তা করে রাইট লাইভলিহুড। এই পুরস্কারের সঙ্গে ১ মিলিয়ন সুইডিশ ক্রাউন (১ লক্ষ ১৫ হাজার মার্কিন ডলার) নগদ এবং কাজের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী সহায়তা দেওয়া হয়ে থাক👍ে।
এদিকে এই সম্মান পেয়ে ঋত্বিক দত্ত জানান, পুরস্কার পেয়ে তাঁরা রোমাঞ্চিত। তিনি বলেন, 'এটি আমাদের প্রথ🐽ম আন্তর্জাতিক পুরস্কার, এবং এটি আমাদের জন্য এবং ভারত জুড়ে সমস্ত স্থানীয় গোষ্ঠীর জন্য অনেক অর্থপূর্ণ। এই পুরস্কার আমাদের কাজের প্রভাব বাড়াতে সাহায্য করবে। প্রকৃতি ও জীবিকা রক্ষায় আরও বেশি মানুষের হাতে ক্ষমতা তুলে দেওয়া হবে।'
তিনি আরও জানান, এখন তাঁদের লক্ষ্য হচ্ছে জলবায়ু সংকটের প্রভাব বিবেচনা করে পরিবেশ সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করা। বলেন, 'পরিবর্তিত জলবায়ুর কারণে ভারতের বাস্তুতন্ত্র দ্রুত পরিবর্তনে হচ্ছে। তবে এর স্পষ্ট প্রমাণ থা♕কা সত্ত্বেও, আমরা এখনও এর মোকাবিলার জন্য♓ কোনও সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে পারিনি। জলবায়ু পরিবর্তন পরিবেশগত সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার কোথাও নেই।'