লখিমপুরকাণ্ডে অভিযুক্ত ছেলে তথা বর্তমানে জেলবন্দি আশিস মিশ্রের ব্য়াপারে কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রকে প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা। পেশাগত দায়বদ্ধতা থেকে তাঁকে এই প্রশ্ন করা হয়েছিল। আর তাতেই মেজাজ হারালেন কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র। তিনি এরপর সংশ্লিষ্ট সাংবাদিকদের নানাভাবে হেনস্থা করেন বলে অভিযোগ। আর সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়েছে তথাকথিত সেই ভিডিও। স্থানীয় সূত্রে খবর মন্ত্রী তাঁর এলাকায় একটি প্রকল্প উদ্বোধনের জন্য় গিয়েছিলেন। সেখানেই লখিমপুর খেরি নিয়ে তাঁকে প্রশ্ন করা হয়েছিল। তখনই কার্যত তেলেবেগুনে জ্বলে ওঠেন তিনি। এরপরই শুরু হয় মিডিয়ার বিরুদ্ধে বিষোদ্গার। ভিডিওতে শোনা যাচ্ছে তিনি বলছেন, লজ্জা নেই। মিডিয়ার লোকজন সব চোর। একজন অভিযুক্তকে জেলে পাঠিয়ে দিল। ফোন বন্ধ করো। কী বলতে চাও? এদিকে ওই সাংবাদিক জানিয়েছেন, প্রথমে প্রকল্প নিয়ে তিনি প্রশ্ন করেছিলেন। এরপর তাঁর ছেলের মামলার পরিস্থিতি জানতে চাওয়া হয়েছিল। তখনই তিনি বলেন, এটা বোকার মতো প্রশ্ন। এরপরই হেনস্থা করেন তিনি। এদিকে লখিমপুর খেরিতে গাড়ি চাপা দিয়ে কৃষক হত্যা নিয়ে ইতিমধ্যে সিটের তরফে দাবি করা হয়েছে এটা পূর্ব পরিকল্পিত ঘটনা। কংগ্রেসও এনিয়ে নতুন করে সুর চড়াতে শুরু করেছে। অজয় মিশ্রকে মন্ত্রীত্ব থেকে সরানোর দাবিতে সরব হয়েছে কংগ্রেস। এসবের মধ্যেই ছেলের প্রসঙ্গ উঠতেই মেজাজ হারালেন মন্ত্রী।