🥂 ভারতের সবচেয়ে মূল্যবান ব্র্যান্ডের শিরোপা বজায় রাখল টাটা গ্রুপ। সংস্থার ব্র্যান্ড ভ্যালু ১০.৩% বা ২৬.৪ বিলিয়ন মার্কিন ডলারে বৃদ্ধি পেয়েছে। এই প্রথমবার যে কোনও ভারতীয় ব্র্যান্ড 'ব্র্যান্ড ফাইন্যান্স গ্লোবাল 500'-র তালিকায় বিশ্বের শীর্ষ ৫০০টি সবচেয়ে মূল্যবান ব্র্যান্ডের বার্ষিক র্যাঙ্কিং-এর মধ্যে শীর্ষ ১০০-টি সংস্থার মধ্যে স্থান করে নিয়েছে।
মহামারী পরবর্তী পরিস্থিতিতে এবং বর্তমান ভূ-রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যেও টাটা গোষ্ঠী নিজের স্থান ধরে রেখেছে। ব্র্যান্ড মূল্যায়ন কনসাল্টেন্সি ব্র্যান্ড ফাইন্যান্স জানিয়েছে ১ জানুয়ারি ২০২২-এ শেষ মূল্যায়নের পর সংস্থার মোট মূল্য ২ ট্রিলিয়ন মার্কিন ডলারের কাছাকাছি পৌঁছে গিয়েছে। 𝄹আরও পড়ুন: বাজার শেয়ার কমলেও এখনও বিক্রিতে দেশে এক নম্বর Maruti Suzuki
ও'গত দুই বছরে, টাটা গ্রুপ বেশ কিছু উল্লেখযোগ্য কৌশলগত বদল এনেছে। ডিজিটালাইজেশনকে কাজে লাগানো হয়েছে। বিভিন্ন পোর্টফোলিও জুড়ে প্রযুক্তিকে কাজে লাগানো হয়েছে। টাটা গোষ্ঠীটি দীর্ঘদিন ধরে দেশের কল্যাণে নিয়োজিত। দেশ তথা বিশ্বে এটি একটি নজির স্থাপন করেছে,' জানালেন ব্র্যান্ড ফাইন্যান্সের পরিচালক স্যাভিও ডি’সুজা৷
♌তিনি আরও বলেন, 'উল্লেখযোগ্য বিষয় হল, টাটা গ্রুপ চলতি বছরের শুরুর দিকে 'সাসটেইনেবিলিটি পারসেপশন ভ্যালু'তে বিশ্বব্যাপী ৪৯ তম স্থান অর্জন করেছে।'
🐷সামগ্রিক ব্র্যান্ডের মানের পাশাপাশি, ব্র্যান্ড ফাইন্যান্স বিপণন বিনিয়োগ, সংস্থার নাম, ক্রেতাদের আনুগত্য, কর্মীদের সন্তুষ্টি এবং কর্পোরেট খ্যাতির মতো বিষয়গুলির উপর ভিত্তি করে ব্র্যান্ডের আপেক্ষিক মূল্যায়ন করে। আয়ের পূর্বাভাসও কোনও সংস্থার ব্র্যান্ড ভ্যালুর একটি গুরুত্বপূর্ণ নির্দেশক। এই মানদণ্ড অনুসারে, ৩৭৪ মিলিয়ন মার্কিন ডলারের ব্র্যান্ড ভ্যালুর বিলাসবহুল হোটেল তাজ গ্রুপ, এই নিয়ে টানা দ্বিতীয় বছর ভারতের সবচেয়ে শক্তিশালী ব্র্যান্ডে পরিণত হয়েছে।
𝔉অন্যদিকে মাহিন্দ্রা গ্রুপ ভারতের সপ্তম সবচেয়ে মূল্যবান ব্র্যান্ড হিসাবে এগিয়ে এসেছে। সংস্থার ব্র্যান্ড ভ্যালু ১৫ শতাংশ বেড়েছে।
২০২৩ সালে ভারতের সবচেয়ে মূল্যবান পোশাকের ব্র্যান্ডের শিরোপা পেয়েছে রেমন্ড। সংস্থার ব্র্যান্ড মূল্য ৮৩.২ শতাংশ বৃদ্ধি পেয়ে ২৭৩ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছে গিয়েছে। 𒁏আরও পড়ুন: ২০ শতাংশ লোক চাকরি ছাড়লেও দুই বছরে দেড় লাখ ফ্রেশার নিয়োগ করে পুষিয়েছে TCS
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক