এবার ইংল্যান্ডের মাটিতে শিল্প উৎপাদনের ক্ষেত্রে বড় পা ফেলল টাটা। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, টাটা গ্রুপ ঘোষণা করেছে, 40GW ব্যাটারি প্রস্তুতের কোম্পানি তৈরি করবে ইংল্যান্ডে। টাটা সনসের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন ১৯ জুলাই একটি বিবৃতিতে জানিয়েছেন, টাটা গ্রুপ আগামী দিনের ব্যাবসায় আরও এগিয়ে যেতে চাইছে। এটা ঘোষণা করা হচ্ছে ইউরোপের অন্🌳যতম বড় ব্যাটারি তৈরির কারখানা এবার ইউনাইটেড কিংডমে তৈরি করা হবে। সেখানে মাল্টি বিলিয়ন পাউন্ড বিনিয়োগ করা হচ্ছে। এই বিনিয়োগের মাধ্য়মে ইউকেতে আমাদের প্রতিশ্রুতিকে আমরা পূরণ করব। সেখানে আমাদের প্রযুক্তি, কনজিউমার হসপিটালিটি, স্টিল, কেমিক্যালস, অটোমোটিভের ক্ষেত্রে নানা কোম্পানি রয়েছে। আমি সেই দেশের সরকারকে ধন্য়বাদ জানাচ্ছি। তারা আমাদের বিনিয়োগকে কাজে লাগাতে কার্যকরী ভূমিকা নিয়েছে।
ইউরোপের অন্য়তম বৃহৎ ব্যাটারি প্রস্তুতকারক শিল্পের সঙ্গে এবার জড়িয়ে যাচ্ছে টাটার নাম। Jaguar and Land Rover electrical vehicles-এর জন্য তারা মূলত এই ব্যাটারি বানাবে। স🐷েই সঙ্গে বিপুল বিনিয়োগ ইংল্যান্ডের মাটিতে। বিরাট শিল্পোদ্যোগ। তবে সেই সঙ্গেই এবার ফের উঠছে সেই সিঙ্গুরের প্রসঙ্গ।
বাম জমানায় সিঙ্গুরে ন্যানো কারখানা তৈরির চেষ্টা করেছিল টাটা। ছোট গাড়ি তৈরির কারখানা। আশায় দিন গুনছিল সিঙ্গুর। কিন্তু সেই সময় বিরোধী রাজনৈতিক দল বহুফসলি জমিতে শিল্প তৈরির বিরুদ্ধে আন্দোলনে নামে। মমতা বন্দ্যোপাধ্য়ায় দিনের পর দিন ধরে অবস্থান আন্দোলনে নামেন। শেষ পর্যন্ত সিঙ্গুর ছেড়ে চলে যেতে বাধ্য হয় টাটা। সেই জমির একাংশ আজও পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়🍒েছে।
সিঙ্গুরে শিল্প সম্ভাবনা অচিরেই নষ্ট হয়ে গিয়েছিল। কিন্তু টাটার জয়যাত্রা বন্ধ হয়নি। এবার ইংল্যান্ডে টাটার বিনিয়োগ। ইউরোপের অন্যতম বৃহৎ ব্যাটারি তৈরির কারখানা। এক নেটিজেন লিখেছেন, একটা সময় ছিল যখন প্রথম বিশ্বের শিল্পোদ্যোগীরা তৃꩵতীয় বিশ্বের দেশে বিনিয়োগ করতে যেত। আর এখন তৃতীয় বিশ্বের দেশের শিল্পোদ্যোগীরা প্রথম বিশ্বের দেশে বিনিয়োগ করতে যান।
এ🐎দিকে অনেকে আবার লিখেছেন বিহারের মতো রাজ্যে শিল্পের বিকাশ হচ্ছে না। এদিকে শিল্প মানেই বিনিয়োগ। শিল্প মানেই প্রচুর কর্মসংস্থান। সেক্ষেত্রে শিল্পের দিকে তাকিয়ে থাকে গোটা বিশ্ব। তবে দেশের অন্দরেও টাটার প্রচুর বিনিয়োগ রয়েছে। এবার বিদেশের মাটিতেও বিনিয়োগ করছে টাটাও। এককথায় বিপুল বিনিয়োগ। এদিন সেই বিনিয়োগের পর🅺িকল্পনার কথা জানিয়েছেন টাটা সনসের চেয়ারম্যান। সব মিলিয়ে বড় অগ্রগতি টাটার।