সদ্য বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা তেজস্বী যাদব, অসমের মুখ্যমন্ত্রী তথা দাপুটে বিজেপি নেতা হিমন্ত বিশ্বশর্মাকে ‘যোগীর চাইনিজ ভার্সান’ বলে কটাক্ষ করেছেন। বিজেপি শাসিত উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে পদ্মꦑ শিবির শাসিত অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার তুলনা টানেন তেজস্বী। তেজস্বীর এই মন্তব্য নিয়ে ব্যাপক শোরগোল শুরু হয়েছে রাজনৈতিক আঙিনায়। আরজেডি নেতাকে পাল্টা তোপ দিয়েছে বিজেপিও। বিজেপির তরফে তেজস্বীকে ‘জাতি বিদ্বেষী’ আখ্যা দেওয়া হয়েছে।
বিজেপি নেতা শেহজাদ পুনাওয়ালা, তেজস্বীর মন্তব্য ও ভারতীয় ওভারসিস কংগ্রেসের প্রাক্তন চেয়ারম্যান স্যাম পিত্রোদার মন্তব্যের মধ্যে তুলনা টেনেছেন। শেহজাদ পুনাওয়ালা সুর চড়িয়ে বলেছেন, ‘অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকে তেজস্বী যাদব 'চাইনিজ' বলেছেন, কারণ তিনি উত্তর পূর্বের। এটা প্রতিফলিত করে ইন্ডি জোটের জাতিবিদ্বেষী মনোভাব ও মনে হচ্ছে তেজস্বী যাদবের মস্তিষ্ক দখল করে নিয়েছেন স্যাম পিত্রোদা।…' শেহজাদের প্রশ্ন, এই মন্তব্যকে কি সমর্থন করেন রাহুল গান্ধী কিম্বা গৌরব গগৈরা? তেজস্বীর পার্টꦯির সঙ্গে এরপরও কংগ্রেস জোট রাখবে কি না, প্রশ্ন তুলেছে বিজেপি। তেজস্বীর মন্তব্যকে 'হিংসাত্মক' ও ‘জাতিবিদ্বেষী’ বলে আখ্যা দিয়েছেন পুনাওয়ালা।
( Champai ♓Soren Latest: ‘আমার বিরুদ্ধে গুপ্তচর লাগাবে ভাবিনি’, BJPতে যোগ দিয়ে ঝাড়খণ্ডের JMM সরকারꦯকে নিয়ে বিস্ফোরক চম্পাই)
( Hurun List: দেশে বিলিয়নিয়ারের সংখ্🍸যা ৩৩৪, মুকেশ আম্বানিকে ছাপিয়🍃ে সবচেয়ে ধনী গৌতম আদানি, বলছে হুরুন ইন্ডিয়া ২০২৪ লিস্ট)