সামনেই থাইল্যান্ডের সংসদীয় ভোট। তার আগেই নিজের অবসরের ঘোষণা করে দিলেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রয়ুথ চ্যান ওচা। মঙ্গলবার ১১ জুলাই প্রয়ুথ জানিয়ে দিয়েছেন, তিনি রাজনীতি থেকে সꦓরে যাচ্ছেন। রাজনীতি ছেড়ে দেওয়ার এই ঘটনার কথা তিনি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন।
আপাতত ভারপ্রাপ্ত হিসাবে তিনি অফিসে থাকবেন বলে জানিয়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ। তিনি তাঁর অবসরের ঘোষণাকালে বলেছেন, ‘ আজ থেকে আমি রাজনীতি ছেড়ে দিলাম। এছাড়াও ইউনাইটেড থাই নেশন পার্টির সদস্যপদও ছেড়ে দিলাম।’ এদিকে, থাইল্যান্ড আর ২ দিন পর বেছে নিতে চলেছে দেশের পরবর্তী রাষ্ট্রনেতাকে। তার আগে প্রায়ুথের এই ঘোষণা বেশ প্রাসঙ্গিক বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, থাইল্যান্ডে সেনা অভ্যুত্থানের পর প্রধামমন্ত্রীর পদে বসেন প্রয়ুথ। এপর্যন্ত ৯ বছর ক্ষমতায় ছিলেন প্রায়ুথ। সে🌜ই সময় সেনা অভ্যুত্থানের হাত ধরে গদিতে আসেন প্রায়ুথ। প্রাক্তন সেনা প্রধান প্রায়ুথ জু♏নতার নেতৃত্বে ছিলেন এর আগে। তারপর ২০১৯ সালে সংসদ তাকে থাইল্যান্ডের প্রধানমনমন্ত্রী হিসাবে ৪ বছরের বেশি সময়ের জন্য বেছে নেয়। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী তাঁর পদ ছাড়ার সময় বলেন, ‘আমি প্রধানমন্ত্রী হিসাবে যথেষ্ট চেষ্টা করেছি দেশ, ধর্মকে, রাজতন্ত্রকে রক্ষা করতে দেশের প্রিয় মানুষের সুবিধার জন্য। আর তার ফল বর্তমানে মানুষ পাচ্ছেন।’
উল্লেখ্য, ২০২৩ সালে সেনা সমর্থিত ইউনাইটেড থাই নেশন পার্টি ১৪ মে হেরে যায় নাটকীয়ভাবে। সেবারের ভোটে ৫০০ টির মধ্যে তাঁর পার্ট🎃ি জিতেছে ৩৬ টি আসন। নির্বাচনের সময় পিটা লিমজারোয়েনাতের মেতৃত্বাধীন পার্টি ‘মুভ ফরোয়ার্ড পার্টি’ ৫০০ এর মধ্য১৫২ টি আসনে জয়লাভ করেন। ফিউ෴ থাই পার্টি আসে দ্বিতীয় স্থানে। তারা জয়লাভ করে ১৪১ টি আসন। উল্লেখ্য, আসন্ন বৃহস্পতিবার থাইল্যান্ড নির্বাচন করবে দেশের আগামী প্রধানমন্ত্রী।