বৃহস্পতিবার লালকেল্লায় স্বাধীনতা দিবস উদযাপনে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে আসন বরাদ্দ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। সাধারণত বিরোধী দলনেতাকে প্রথম সারিতে আসন বরাদ্দ করার রীতি রয়েছে। কিন্তু, সেই জায়গায় রাহুলকে পঞ্চম সারিতে অলিম্পিক পদকজয়ীদের পিছনে আসন বরাদ্দ করা হয়। তাই নিয়ে নরেন্দ্র মোদী সরকা⭕রের সমালোচনায় সরব হয়েছে কংগ্রেস। উল্লেখ্য, স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের আয়োজনে🌜র দায়িত্ব ছিল প্রতিরক্ষা মন্ত্রকের। তাই নিয়ে কংগ্রেসের মিডিয়া এবং প্রচার বিভাগের প্রধান পবন খেরা বিস্ময় প্রকাশ করেছেন। অগ্নিবীর ইস্যু নিয়ে প্রশ্ন তোলায় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং প্রতিশোধ নিচ্ছেন বলে কটাক্ষ করেন।
আরও পড়ুন: মাথায় ম🥂ুসলিম🙈ের ফেজ, গলায় খ্রিস্টানদের ক্রস! রাহুল গান্ধীর বিকৃত ছবি দিল কঙ্গনা
কংগ্রে🔴স নেতা এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘নিম্ন মানসিকতা দেখিয়েছে বিজেপি। আমার স্পষ্ট মনে আছে যে ইউপিএ যখন ক্ষমতায় ছিল তখন বিজেপি নেতাদের সামনে বা দ্বিতীয় সারিতে বসানো হয়েছিল। রাহুলজির প্রতি আপনারা যত ক্ষুদ্র মানসিকতা দেখবেন, ততই তিনি মানুষের হৃদয়ে জায়গা করে নেবেন।’ একইসঙ্গে কংগ্রেসের অন্যান্য নেতারাও বিজেপির বিরুদ্ধে গণতান্ত্রিক ঐতিহ্যকে অসম্মান করার অভিযোগ করেছেন।
প্রসঙ্গত, ১০ বছর পর এ🔥বার লোকসভায় ফিরেছে বিরোধী দলনেতার আসন। বিরোধী দলনেতার পদ একজন পূর্ণ মন্ত্রীর সমতুল্য।কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, নীতিন গড়করি, নির্মলা সীতারামন, শিবরাজ সিং চৌহান এবং এস জয়শংকরকে সামনের সারিতে বসতে দেখা যায়। কিন্তু, রাহুল গান্ধীকে পঞ্চম সারিতে আসন দেওয়া হয়। রাজ্যসভার সাংসদ মল্লিকার্জুন খাড়গেকে তাঁর পাশের আসনটি বরাদ্দ করা হয়েছিল। যদিও কংগ্রেস সভাপতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।
আরও পড়ুন: রাহুলের সেলাই করা জুতোর দাম উঠল ১০ লাখ, বিওক্রির প্রস্তাব ফিরিয়ে দিলেন চর্মকার
এ নিয়ে বিতর্ক হতেই কেন্দ্র সরকারের তরফে জানানো হয়, প্রতিরক্ষা মন্ত্রক এ বছর অলিম্পিকজয়ীদের সম্মান জানানোর সিদ্ধান্ত নিয়েছিল। যদিও সেই যুক্তি খারিজ করে কংগ্রেসের মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাতে বিজেপির সমালোচনা করেছেন। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একজন ক্ষুদ্র মানসিকতার ব্যক্তি এবং তি🐟নি তার প্রমাণ দিয়ে চলেছেন।’