পিপলস কনফারেন্সের সাজ্জা🌠দ লোন শনিবার অভিযোগ করেন যে সম্প্রতি জম্মু ও কাশ্মীর বিধানসভায় যে প্রস্তাব পাশ করা হয়েছিল সেখানে বহু ক্ষেত্রে স্বচ্ছতা নেই। সাজ্জাদ লোন জানিয়েছেন, আমি বুঝতেই পারছি না এই ডিজিটাল দুনিয়ায় এনসি কীভাবে এত মিথ্যে কথা বলতে পারে। যে প্রস্তাব পাশ করা হয়েছে সেখানে আর্টিকেল ৩৭০, ৩৫ এ-র কোনও উল্লেখ নেই। এটা একটা বিভ্রান্তিকর তথ্য। মাত্র দুটি দল বলছে যে প্রস্তাবে তারা আর্টিকেল ৩৭০-র কথা উল্লেখ করেছিল। সেই দুটি দল হল বিজেপি ও ন্যাশানাল কনফারেন্স। আর ভোটের পরে বিজেপি আর ন্যাশানাল কনফারেন্স সেই একই জায়গায় রয়েছে। কিন্তু কোন বাধ্যবাধকতার কারণ তারা আর্টিকেল ৩৭০,৩৫এ-র কথা উল্লেখ করল না। দাবি করেছেন সাজ্জাদ লোন꧃।
এদিকে জম্মু ও কাশ্মীর বিধানসভা ন্যাশানাল কনফারেন্সের একটি প্রস্তাবকে পাশ ক⛄রেছে। তারা চাইছে রাজ্যের সেই বিশেষ মর্যাদা। এনিয়ে কেন্দ্রের কাছে আবেদন করবে তারা। এই মর্যাদাকে ২০𓂃১৯ সালে বাতিল করা হয়েছিল। সেই সঙ্গেই ৩৭০ ধারাকে বাতিল করা হয়েছিল।
এদিকে সেই প্রস্তাবে জম্মু ও কাশ্মীরের বিশেষ পরিচিতি দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। কিন্তু সেখানে আর্টিকেল ৩৭০-এর কথা উল্লেখ করা হয়নি। এদিকে বিজেপি বিধায়করা এনিয়ে আপত্তি জানিয়েছে। মূলত তাদের তরফে বলা হয়েছে এমন একটা সময়ে এই প্রস্তাব পাশ করা হয়েছে যার জেরে বিধানসভার প✱্রটোকল নষ্ট হতে পারে।
বিরোধী দলনেতা সুনীল শর্মা কাশ্মীরের মুখ্য়মন্ত্রী ওমর আবদুল্লাহকে দায়ী করেছেন। তাঁর দাবি মুখ্যমন্ত্রী বিধা🌸নসভার কাজকর্মে ব্যাঘাত ঘটিয়েছেন। এদিকে বিজেপির প্রতিবাদের জেরে বার বার সংসদের কাজকর্মকে স্থগিত করা হয়। তবে স্পিকার আব্দুর রহিম ভোটের জন্য এই প্রস্তাবকে পেশ করেন। এরপর সেই প্রস্তাব পাশ হয়ে যায়।