ন্যাশানাল কনফারেন্সকে মুসলিমদের পার্টি বলে কার্যত দাগিয়ে দেওয়া হয়েছে বার বার। এবার এনি💎য়ে মুখ খুললেন জম্মু ও কাশ্মীরের মুখ্য়মন্ত্রী ওমর আবদুল্লাহ। তাঁর দলকে যেভাবে মুসলিম পার্টি বলে উল্লেখ করা হয় সেটা কার্যত উড়িয়ে দিলেন ওমর আবদুল্লা। তিনি এবার জানিয়ে দিলেন জম্মু থেকে হিন্দু উপমুখ্যমন্ত্রী করা হচ্ছে।
সেই সঙ্গেই দাবি করা হয় যে ন্যাশানাল কনফ🅘ারেন্স কেবলমাত্র কাশ্মিরীদের দল আর এই দল কেবলমাত্র কাশ্মীরিদের জন্য কাজ করে। তবে ওমর জানিয়েছেন কাশ্মীরের সমস্ত মানুষদের জন্য কাজ করবে তাঁর দল।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, তিনি দলের কর্মীদের জানিয়েছেন, মুখ্য়মন্ত্রীর মতো একই দল থেকেই ডেপুটি সিএম ক♌রা হয়েছে। গত ভোটে সকলেই বলতেন যে ন্যাশানাল কনফারেন্স হল মুসলিমদের দল। এই সংগঠনটা পুরো কাশ্মিরীদের জন্য তৈরি। জম্মুর এখানে কোনও জায়গা নেই। তবে আমরা যাকে উপ মুখ্যমন্ত্রী হিসাবে মনোনীত করেছি তিনি জম্মুরই বাসিন্দা ও তিনি হিন্দু। এখন এবার🐻 মানুষ কী বলবেন?
‘নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে আমাদের কিছু শুভানুধ্যায়ী একটা গুজব ছড়াচ্ছিলেন যে জম্মুকে একেবারে এড়িয়ে যাওয়া হচ্ছে কারণ সেখান থেকে এনসি বা কংগ্রেসের 🃏কাউকে নির্বাচিত করা হয়নি। প্রথম দিন থেকে আমি বলে আসছি সরকার 🦄সকলের। যখন আমরা সেবা দিচ্ছি সেই সেবা সকলের জন্য।’
এবার ওমর আবদুল্লাহকে জম্মু ও কাশ্ম🐓ীদের মুখ্𓂃য়মন্ত্রী করা হয়েছে। সুরিন্দর কুমার চৌধুরীকে উপমুখ্য়মন্ত্রী হিসাবে নিয়োগ করা হয়েছে। তিনি নৌসেরা বিধানসভা থেকে দাঁড়িয়েছিলেন।
তিনি বলেন, গত ৮-১০ বছর ধরে তাঁদের দলকে দুর্বল করার জন্য সবরকম চেষ্টা করা হচ্ছে। পুরোপুরি ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে। তিဣনি বলেন, আমাদের বিরুদ্ধে সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের কমরেডদের ভয় দেখানো হয়েছে। কিন্তু দলের নেতারা একেবারে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। 🐠তাদের জন্যই এই ষড়যন্ত্র করা সম্ভব হয়নি। সকলেই প্রমাণ করে দিয়েছেন যে এই সংগঠনটি কেবলমাত্র ন্যাশানাল কনফারেন্সের নেতৃত্বের জন্য নয়, এটা দলের কর্মীদের জন্যও।
তিনি বলেন, এই সংগঠন সমস্ত রকম ঝড়ের মুখোমুখি হয়েছে। কেউ ভাবতেই পারেননি এবারের ভোটের ফলাফল এমনটা হতে পারে। সাধারণ মানুষ ভোটের শক্তিকে যেভাবে ব্যবহার করেছিলেন তাকে কুর্নিশা জানাচ্ছি। সেই সঙ্গেই নির্দল ඣপ্রার্থী যারা এনসিকে সাপোর্ট জানিয়েছে💦ন, তাদেরকেও অভিনন্দন জানিয়েছেন তিনি।