❀ মুদ্রাস্ফীতিই বিনিয়োগকারীদের মাথাব্যাথার অন্যতম বড় কারণ। আর তা হবে নাই বা কেন। মুদ্রাস্ফীতির ফলে অর্থের ক্রয় ক্ষমতা হ্রাস পায়। সুতরাং, এখন কোনও জিনিসের দাম যদি ১০০ টাকা হয়, তাহলে বছরের শেষে, একই জিনিস কিনতে আপনাকে ১০৬ টাকা খরচ করতে হবে (মুদ্রাস্ফীতির হার ৬% হলে)।
𝐆অবসরপ্রাপ্ত ব্যক্তিদের জন্য, এটি একটি বড় সমস্যা হতে পারে। কারণ তাঁরা যদি সঞ্চয়ের কিছুটা অংশ মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে বৃদ্ধি না করেন, তাহলে সঞ্চয়ের আসল পরিমাণ ক্রমাগত কমতে থাকবে। আর এই বৃদ্ধির জন্যই প্রয়োজন সঠিক স্থানে বিনিয়োগ।
ফ্লোটিং রেট আরবিআই বন্ড :
🙈এটি RBI-এর ইস্যু করা বন্ড। সুদের হার জাতীয় সঞ্চয়পত্রের (NSC) সঙ্গে ৩৫ বেসিস পয়েন্ট (bps) মার্কআপযুক্ত। এক বেসিস পয়েন্ট হল শতাংশের একশো ভাগের এক ভাগ।
🐭বন্ডের সুদ প্রতি বছর ১ জানুয়ারি এবং ১ জুলাই সেমি অ্যানুয়ালি হিসাবে প্রযোজ্য।
♋২০২১ সালের প্রথমার্ধে এই বন্ডে সুদের হার ৭.১৫% নির্ধারণ করা হয়েছে। পরবর্তী অর্ধ-বছরের সুদের হার ছয় মাসের জন্য পুনরায় স্থির করা হবে।
𒁏সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (Senior Citizens Savings Scheme) :
সুদের হার : ৭.৪%
বছরে ন্যূনতম বিনিয়োগ : ১০০০ টাকা
বছরে সর্বোচ্চ বিনিয়োগ : ১৫ লাখ টাকা
🔯ম্যাচিওরিটি পিরিয়ড : ৫ বছর। শর্তবিশেষে আরও ৩ বছর বৃদ্ধি করা যায়।
✅শর্তাবলী : আগে থেকেই চাকরি থেকে অবসর গ্রহণকারী ব্যক্তিদের ক্ষেত্রে বয়সসীমা ৫৫ বছর।
🌠জওয়ান বা প্রতিরক্ষা দফতরে কর্মরতদের ক্ষেত্রে ন্যূনতম বয়সসীমা ৫০ বছর।