লোকসভা ভোট ২০২৪ এর নির্বাচনী উত্তেজনার সূর্য প꧒্রায় মধ্যগগনে। ইতিমধ্যেই পার হয়ে গিয়েছে প্রথম দফার ভোটপর্ব। এবার সকলের ফোকাস দ্বিতীয় পর্বের ভোটে। এদিকে, তারই মাঝে ঝোড়ো রাজনৈতিক প্রচারে একের পর এক নেতারা। এরমধ্যে আলাদা করে জনতার নজর কাড়তে অভিনব পন্থা নিতে দেখা গেল কংগ্রেসের রাহুল গান্ধীকে।
এক ভিডিয়ো পোস্টে দেখা গিয়েছে, রাহুল গান্ধী গাড়িতে উঠছেন, আর তখনই প্রায় তাঁর কাছে ছুটে আসছে গাড়িতে থাকা তাঁর ছোট পোষ্য ‘ছোটু’। ꦡআদরে🧸র সুরে রাহুল তাকে ডেকে নিচ্ছেন নিজের কাছে। আদরের ডাক, ‘ছোটু..’ বলে। এরপর আর ছোট্ট পোষ্যকে পায় কে! সে তো আদরে আপ্লুত। রাহুলের কোলে বসে দেদার আদর খেয়ে যাচ্ছে সে। আগে থেকেই গাড়িতে ছিল এই পোষ্য। পোষ্য রাহুলকে দেখতেই তাঁর কাছে আসে। রাহুল তাকে সঙ্গে নিয়ে সকলকে ‘হাই’ বলে অভিবাদন জানাতে থাকেন। এই গোটা পর্ব ক্যামেরা বন্দি হয়েছে। তবে খবর সেটা নয়! খবর অন্য জায়গায়!
( Viral Optical Illusion: চোখের পাতা পড়ার আগে বলুন তো ছবিতে কয়টি সংখ্যা দেখছেন? রইল ভাইরাল অܫপটিক্যাল ইলিউশন)
খবর হল, এই ভিডিয়োকে যদি আপনি রাহুল গান্ধীর ব্যক্তিগত জীবনের ভিডিয়ো বলে মনে করেন, তাহলে ভুল! কারণ রাহুলের এই ভিডিয়ো﷽ পোস্টের উপরেই লেখা ছিল ‘অ্যাটেনশন প্লিজ’। ভ☂িডিয়োয় পোষ্যকে আদরের পর্বটি শেষ হতেই, দেখা গেল, রাহুল সাফ বলছেন, ‘আপনাদের নজর যখন কেড়ে নিয়েছি, তাহলে এবার ২ থেকে ৩ টে জিনিস বলব।’ এরপরই রাহুল গান্ধী রাজনৈতিক প্রচারের ধাঁচে একের পর এক দাবি করেন। তিনি বলতে থাকেন, ‘৪৫ বছরে সবচেয়ে বেশি বেকারত্ব রয়েছে এখন’। তিনি দাবি করছেন, ‘২৩ কোটি মানুষকে একবার ফের নরেন্দ্র মোদী সরকার দারিদ্রের দিকে ঠেলে দিয়েছেন’।
( Donkey Milk Business:গরু নয় গাধাদের ‘গোয়াল’ আছে এই ব্যক্তির! লিটারে ৫ হাজ꧃ার টাকায় বিক্রি হয় দুধ, উপকার চমকে দেবে)
( Uber on name Swastika: নাম 'স্বস্তিকা' হওয়ায় উবার-এ নিষিদ্ধ করা হয় গ্রাহককে! কেন জানেন? পরে ক্ষমা চাইলꦅ সংস্থা)
এখানেই শেষ নয়। রাহুল তাঁর ওই ছোট্ট ভিডিয় ক্লিপে বলেন, ‘দেশের ২২ জনের কাছে এতটাই টাকা রয়েছে, যা ৭০ কোটি সাধারণ ভারতীয়ের কাছে রয়েছে।’ এছাড়াও রাহুল বল💛েন, ‘দুনিয়ার সবচেয়ে বড় তোলাবাজির স্ক্যাম নরেন্দ্র মোদী ইলেক্টোরাল বন্ড দিয়ে করেছেন।’ এই 👍বলে তিনি ভিডিয়ো শেষ করেন। এই অভিনব কায়দায় রাহুলের বক্তব্যের ভিডিয়ো ঘিরে বেশ চর্চা নেটপাড়ায়। প্রসঙ্গত, ২০২৪ লোকসভা ভোটের প্রথম দফার ভোট গ্রহণের পর এই ভিডিয়ো কংগ্রেস পেশ করেছে।