প্রকাশিত হল কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ের তালিকা। আর সেখানে বিশ্বের সেরা ১০০টি শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় স্থান করে নিল ভারতের ১২টি ইনস্টিটিউট।মোট ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে একাধিক আইআইটি। ইন্ডিয়ান ইনস্টিটিউট অব মাদ্রাজ পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং-এ বিশ্বে ৩০তম স্থান পেয়েছে।মিনারেলস অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং-এ আইআইটি বম্বে ও আইআইটি খড়গপুর যথাক্রমে ৪১তম ও ৪৪তম স্থান পেয়েছে।দেশের সেরা এগ্রিকালচার অ্যান্ড ফরেস্টি-র কলেজের তকমা পেয়েছে আইআইটি খড়গপুর।মোট ৫১ টি পাঠ্য বিষয়ের উপর ভিত্তি করে এই সমীক্ষা চালানো হয়। মোট সাবজেক্ট এরিয়া ৫টি। বিশ্বের সর্বশ্রেষ্ঠ ১,৪৫৩টি শিক্ষা প্রতিষ্ঠানের মান যাচাই করা হয়।পরিবেশ বিজ্ঞান, অর্থনীতি, সংখ্যাতত্ত্ব, অপারেশনাল রিসার্চ বিষয়গুলিতে দেশে দ্বিতীয় স্থানে রয়েছে আইআইটি খড়গপুর।এখানেই আইআইটি খড়গপুরের শিরোপার শেষ নয়। ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তি, আইটি, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিকাল, মেরিন, মেক্যানিকাল, এয়ারোনটিকাল ইত্যাদি ইঞ্জিনিয়ারিং-এ দেশে পঞ্চম স্থান পেয়েছে সুন্দর পিচাইয়ের কলেজ।