হেনরি এল খোজল
ভারতের সীমান্তের কাছেই মায়ানমারের গ্রাম জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল সেখানকার বাহিনীর বিরুদ্ধে। সেই ঘটনায় দুই নাবালক ভাই বোনের মৃত্যুও হয়। এরপরেই শোরগোল পড়ে যায় মিজোরাম-মায়ানমার সীমান্তের। পর♒িস্থিতি এতটাই ঘোরালো যে মায়ানমার থেকে সীমান্ত টপকে অনেকে✤ই আতঙ্কে মিজোরামে ঢুকে পড়েছে বলেও অভিযোগ।
জোখাওয়াতার ভিলেজ কাউন্সিলের প্রেসিডেন্ট লালমুয়ানপ🍨ুইয়া জানিয়েছেন, মায়ানমার থেকে শতাধিক লোকজন ঢুকে পড়েছে মিজোরামে। মায়ানমারের🎀 বাহিনী হাইমায়ুল গ্রামে আগুন ধরিয়ে দিয়েছিল। রবিবার সেই ঘটনায় সিভিল ডিফেন্স ফোর্সের এক নেতার দুই সন্তানের মৃত্যুও হয়েছে।
লালজিডিঙ্গে নামে লোকাল পিপলস ডিফেন🍎্স ফোর্সের এক কমান্ডারের দুই নাবালক সন্তানের এই ঘটনায় মৃত্যু হয়েছে। কোনওরকমে পালিয়ে যান ওই কমান্ডার। একটি জঙ্গল থেকে ওই ভাইবোনের দেহ মে🦹লে।
এদিকে মিজোরাম সীমান্ত সংলগ্ন ওই গ্রামে সম্প্রতি এ🐬নকাউন্টার হয়েছিল। মায়ানমার আর্মি ক্যাম্পেও হামলা চালানো হয়েছিল বলে অভিযোগ। তবে এই ঘটনার পরে ঠিক কতজন মিজোরামে ঢুকে পড়েছে এনিয়ে সরকার⛎ি সূত্রဣে কোনও খবর মেলেনি।
এদিকে মায়ানমার থেকে শরনার্থীদের একাংশ মিজোরামের শরনার্থী শিবিরে অংশ নিচ্ছেন।♏ তাদের সরকারি তরফে খাবার ও অন্যান্য সামগ্রী দেওয়া হচ্ছে। উদ্বাস্তুরা তাদের বাড়ি ভাড়া নিতেও সহায়তা করছেন। প্রায় ১৫৬টি শরনার্থী শিবির খোলা হয়েছে মিজোরামে।