উপত্যকায় চেনাব নদীর ওপর তৈরি হয়েছে বিশ্বের সর্বোচ্চ রেল সেতু, যার উচ্চতা আইফেল টাওয়ারের থেকেও বেশি। এই সেতুকে বিশ্বের অষ্টম আশ্চর্যও বলে থাকেন অনেকে। এই সেতুর নির্মাণ কাজ শেষ হলেও এখনও শুরু হয়নি ট্রেন চলাচল। এই অবস্থায় আশার বাণী শোনাল নর্দার্ন রেলওয়ে। আধিকারিকরা জানাচ্ছেন, জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলার বাক্কাল এবং কৌরির মধ্যে অবস্থিত এই সেতুর উপর দিয়ে ট্রেন🐈 চলাচল খুব শীঘ্রই শুরু হবে। এই সেতু হয়ে রামবান থেকে রিয়াসি পর্যন্ত এই 🌟ট্রেন চালানো হবে। এর ফলে জম্মু-কাশ্মীরে যোগাযোগ আর সহজ হবে বলে মনে করছেন রেল কর্তৃপক্ষ।
আরও পড়ুন: চেনওাব নদীর উপর বিশ্বের উচ্চতম রেল ব্রিজ! সম্পন্ন গোল্ডেন জয়েন্ট নির্মাণ
জানা যাচ্ছে, রেলের আধিকারিকরা সম্প্রতি রামবান জেলার 💝সাঙ্গালদান এবং রিয়াসির মধ্যে নবনির্মিত রেললাইন এবং স্টেশনগুলি পরিদর্শন করেছেন। যার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে। রিয়াসির ডেপুটি কমিশনার বিশেষ মহাজন জানিয়েছেন, ‘এটি আধুনিক বিশ্বের ইঞ্জিনিয়ারিংয়ের একটি বিস্ময়কর নির্মাণ। যেদিন ট্রেন রিয়াসি পৌঁছবে সেই দিনটি ইতিহাসে জায়গা করে নেবে। সেই দিনটি হবে আমাদের জন্য সবচেয়ে গর্বের মুহূর্ত।আমাদের ইঞ্জিনিয়াররা যে সেতু নির্মাণ করেছেন সেটি হল বিশ্বের অষ্টম আশ্চর্য। যদিও তবে আমি আশা করি দিনটি শীঘ্রই আসবে।’
কোঙ্কন রেলওয়ে ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার সুজয় কুমার জানান, এত উঁচু ব্রিজ নিরꦕ্মাণ করা সহজ কাজ ছিল না। অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। তিনি বলেন, ‘এই ব্রিজ নির্মাণ করতে গিয়ে অনেকেই আহত হয়েছেন। তারা আজ সকলেই খুব খুশি। আমরা আশা করছি শীঘ্রই সবকিছু কাজ শেষ হবে।’ জানা যাচ্ছে, উধমপুর-শ্রীনগর-বারামুল্লা রেল লিঙ্ক (ইউএসবিআরএল) প্রকল্পটি বছরের শেষ নাগা🌠দ সম্পন্ন হবে। ৪৮.১ কিলোমিটার দীর্ঘ বানিহাল-সাঙ্গলদান বিভাগ সহ ইউএসবিআরএল প্রকল্পটির উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত ২০ ফেব্রুয়ারি এটির উদ্বোধন করা হয়েছিল।
প্রকল্পের প্রথম ধাপটি ১১৮ কিলোমিটার দীর্ঘ কাজিগুন্ড-বারামুল্লা অংশকে যুক্ত করেছে। যেটির উদ্বোধন করা হয়েছিল ২০০৯ সালের অক্টোবরে। পরবর্তী পর্যায়ে ২০১৩ সালের জুন মাসে 𓂃১৮ কিলোমিটার দীর্ঘ লাইন বানিহাল-কাজিগ🌊ুন্ড পর্যন্ত এবং জুলাই মাসে ২৫ কিলোমিটার দীর্ঘ উধমপুর-কাটরা লাইনের উদ্বোধন করা হয়েছিল।উল্লেখ্য, চেনাব নদীর উপরে অবস্থিত সেতুর উচ্চতা হল ৩৫৯ মিটার, যা আইফেল টাওয়ারের চেয়ে প্রায় ৩৫ মিটার বেশি উঁচু। আর সেতুটির দৈর্ঘ্য হল ১,৩১৫ মিটার।