🍨 বিচারব্যবস্থার উর্ধ্বতন সারিতে বড়সড় পরিবর্তনের সুপারিশ দিল সুপ্রিম কোর্টের কলেজিয়াম। সুপ্রিম কোর্টের কলেজিয়ামের তরফে যে সুপারিশ পেশ করা হয়েছে, সেখানে হাইকোর্টের ২৪ জন বিচারপতির বদলির কথা বলা হয়েছে। কলেজিয়াম বলছে, ‘বিচারব্যবস্থার প্রশাসনিক স্তরকে’ উন্নত করতে এই পদক্ষেপ করা হচ্ছে।
🎐দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন কলেজিয়ামে চারজন বর্ষীয়ান বিচারপতিদের উপস্থিতিতে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। তাঁদের বৈঠকেই এই বিচারপতিদের বদলি নিয়ে আলোচনা হয়। পাঞ্জাব ও হরিয়ানা, তেলেঙ্গানা, গুজরাট, এলাহাবাদ, মুম্বই, অন্ধ্রপ্রদেশ এবং পাটনায় ২৪ জন বিচারপতির বদলি নিয়ে আলোচনা হয়েছে। বিচারপতি সঞ্জয় কিষাণ কৌল, সঞ্জীব খান্না, বিআর গাভাই এবং সূর্য কান্তের সমন্বয়ে গঠিত কলেজিয়াম বিভিন্ন বিচারপতিদের থেকে আসা পরামর্শকে মান্যতা দিয়ে এই বৈঠক সম্পন্ন করে। উল্লেখ্য, যাঁদের থেকে এই পরামর্শ নেওয়া হয়েছে, তাঁরা হলেন, এমন বিচারপতি, যাঁরা আগে ওই সমস্ত হাইকোর্টে পোস্টেড ছিলেন যে কোর্টগুলির বিচারক বা বিচারপতিদের বদলির কথা হচ্ছে। এই বিচারপতিরা এককালে সুপ্রিম কোর্টেও কার্যভার সামলেছেন।
❀বেশ কিছু সূত্রের খবর, দেশের একাধিক হাইকোর্টের বিচারপতিজের বদলির পদক্ষেপ আর কয়েক সপ্তাহের মধ্যেই শুরু হবে। নামের সুপারিশ ঘিরে সমস্ত তথ্য ইতিমধ্যেই কলেজিয়াম গ্রহণ করেছে বলে খবর। বদলির প্রস্তাব করা হাইকোর্টের সব বিচারপতিকেও তাদের মতামত চেয়ে চিঠি দেওয়া হয়েছে। কনভেনশন অনুসারে, স্থানান্তরিত করা বিচারকদের তাদের মতামত জানতে চাওয়া হয় যদিও কেউ পুনর্বিবেচনা করতে চাইলে চূড়ান্ত সিদ্ধান্ত কলেজিয়ামের উপর নির্ভর করে। সংবিধানের ২২২ অনুচ্ছেদে প্রধান বিচারপতি সমেত একজন বিচারপতিকে এক হাইকোর্ট থেকে অন্য হাইকোর্টে বদলির বিধান রয়েছে। যে স্মারকলিপি এই প্রসঙ্গে প্রাসঙ্গিক, সেখানে বলা হয়েছে, এই বিচারপতিদের সংক্রান্ত সমস্ত স্থানান্তর জনস্বার্থে অর্থাৎ সারা দেশে ন্যায়বিচারের উন্নত প্রশাসনের প্রচারের জন্য করা হবে। ইতিমধ্যেই এই বদলি নিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির থেকে সুপারিশ চলে গিয়েছে কেন্দ্রের কাছে। এরপর কেন্দ্রীয় আইন মন্ত্রক নিজের সুপারিশ প্রধানমন্ত্রীর কাছে পাঠাবে। তারপর প্রধানমন্ত্রী তাঁর পরামর্শ জানাবেন রাষ্ট্রপতিকে। এরপর রাষ্ট্রপতির তরফে আসবে সুপারিশ।