চ🌳িনে এই প্রথম মানব শরীরে এইচ৩এন৮ বার্ড ফ্লু শনাক্ত হয়েছে৷ তবে চিনের স্বাস্থ্য কর্তৃপক্༺ষ বলছে, মানুষের মধ্যে এই ফ্লু'র ব্যাপক সংক্রমণের ঝুঁকি কম৷
মঙ্গলবার দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন এনএইচসি এই খবরটি জানিয়ে🍬ছে৷ চার বছর বয়সি এক শিশুর দেহে শনাক্ত হয়েছে বলে সংবাদসংস্থা এএফপি জানিয়েছে৷
চিনের মধ্যাঞ্চলের হেনান প্রদেশের চার বছর বয়সি এক শিশু জ্বর এবং অন্যান্য উপসর্গ নিয়ে হাসপাতালে ভরতি হলে তার শরীরে এই বার্ড ফ্লু ধরা পড়ে৷ এক বিবৃতিতে এনএইচসি জানায়, শিশুটির বাড়িতে মুরগি এবং গরু পালন করা হয়৷ সেখান থেকেই সে আক্রান্ত হয়েছে৷ তবে তার সংস🐎্পর্শে আসা অন্য কোনও ব্যক্তির মধ্যে কোনও উপসর্গ লক্ষ করা যায়নি৷
আরও পড়ুন: Bird flu: বাড়ছে বার্ড ফ♛্লু, এই অসুখটি থেকে কীভাবে বাঁচবেন, কোন কোন বিষয় মনে রাখবেন
বিবৃতিতে আরও বলা হয়, এর আগে এইচ৩এন৮ বার্ড ফ্লু পৃথিবীর অন্যান্য জায়গায় ঘোড়া, পাখি এবং সিল মাছের মধ্যে শনাক্ত হয়েছিল৷ কিন্তু মানবশরীরে আগে এর অস্তিত্ব পাওয়া যায়নি৷ বিশেষজ্ঞরা বলছেন, এই ভাইরাসের কারণে মহামারীর আশঙ♛্কা কম৷ তবে সবাইকে মৃত ও অসুস্থ পাখি থেকে দূরে থাকতে সতর্ক করা হয়েছে৷ পাশাপাশি জ্বর বা শ্বাসপ্রশ্বাসজনিত সমস্যা দেখা দিলে তাৎক্ষণিক চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে৷
(বিশেষ দ্রষ্টব্য : প্রতিবেদনটি ডয়চে ভেলে থেকে নেওয়া হয়েছে। সেই প্রতিবে🍰দনই তুলে ধরা হয়ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚেছে। হিন্দুস্তান টাইমস বাংলার কোনও প্রতিনিধি এই প্রতিবেদন লেখেননি।)