গোয়ায় আবারও সরকার গড়তে চলেছে বিজেপি। ৪০ টি আসনের মধ্যে বিজেপির দখলে এসেছে ২০ টি আসন। অন্যদিকে, কংগ্রেস ১২ টি, তৃণমূলের জোট সঙ্গী পেয়েছে দুটি এবং আপ দুটি আসনে জয়ী হয়েছে। ফলে স্বাভাবিকভাবে এবারও বিজেপির হাতেই থাকছে সরকার গঠনের ক্ষমতা। জানা যাচ্ছে, তৃণমূল জোটকে সঙ্গে নিয়েই সরকার গড়তে চলেছে বিজেপি। এই প্রথমবার গোয়ায় নির্বাচনে লড়েছে তৃণমূল কংগ্রেস। তবে আলাদাভাবে তৃণমূল সেখানে খাতা খুলতে পারেনি। এরপরেই নিজেদের হার স্বীকার করে নিল গোয়া তৃণমূল।ভোটের ফলাফলের পরেই এদিন গোয়ার তৃণমূলের টুইটার হ্যান্ডেল ‘এআইটিসি ফর গোয়া’তে তৃণমূলের পক্ষ থেকে পোস্ট করে জানানো হয়, ‘আমরা গোয়ার মানুষের জনমত মাথা পেতে নিচ্ছি। প্রত্যেকটা গোয়াবাসীর বিশ্বাস এবং ভালবাসা অর্জনের জন্য আমরা আরও কঠোর পরিশ্রম করব। তাতে যতই সময় লাগুক না কেন আমরা এখানে থেকে মানুষের সেবা করে যাব।’ প্রসঙ্গত তৃণমূল গোয়াতে কোনও ফ্যাক্টর হবে না সে কথা আগেই বলে দিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষ। এরপর ঘাটালের দলীয় সংগঠনের কর্মী সম্মেলনে যোগ দিতে গিয়েও গোয়া ভোট নিয়ে তৃণমূলকে আক্রমণ করেছিলেন দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘টাকা পয়সা খরচা করে কখনও দল দাঁড় করানো সম্ভব নয়। ত্রিপুরাতেও অনেক টাকা পয়সা খরচা করে বাইরে থেকে লোক নিয়ে গিয়ে দল দাঁড় করানোর চেষ্টা করেছিল। কিন্তু, তৃণমূল কংগ্রেস পারেনি।’