ত্রিপুরায় সংগঠন বৃদ্ধির জন্য একেবারে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়েছে বঙ্গ তৃণমূল। এনিয়ে সংঘাতও কিছু কম হচ্ছে না। বিজেপি শাসিত ত্রিপুরায় বার বার হামলার মুখে পড়েছেন তৃণমূলের নেতা কর্মীরা। এমনটাই দাবি তৃণমূলের। এনিয়ে বার বার রাজনৈতিক চাপানউতোরও চলেছে। দুপক্ষই একে অপরের বিরুদ্ধে সুর চড়িয়েছেন। এবার সেই তৃণমূলেরই সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ ৫জন নেতার বিরুদ্ধে মামলা রুজু করল ত্রিপুরা পুলিশ। অভিষেক বন্দ্য়োপাধ্যায়, কুণাল ঘোষ সহ পাঁচজনের বিরুদ্ধে খোয়াই পুলিশ নোটিশ পাঠিয়েছে। কুণাল ঘোষই টুইট করে বিষয়টি জানিয়েছেন। সেই সঙ্গে অভিযোগের কপিও তিনি টুইটে তুলে ধরেছেন। টুইটে তিনি লিখেছেন, খোয়াই পুলিশের নোটিশ পেয়েছি। যে অভিযোগ আনা হয়েছে তা ভিত্তিহীন। তারা আমাদের হয়রানি করার চেষ্টা করছে। ওসি সুয়ো মোটো মামলা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও আমাদের ৫জনের বিরুদ্ধে। নোটিশের নির্দেশ পালন করব। আইনী লড়াই চলবে। জিজ্ঞাসাবাদের ভিডিও যাতে তদন্তকারী আধিকারিক পাঠান তার দাবি আমরা রেখেছি। এদিনে নোটিশ অনুসারে আগামী ১০দিনের মধ্যে তাঁদের থানায় হাজিরা দিতে বলা হয়েছে। সিআরপিসির ৪১ ধারায় তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। নোটিশ পাঠিয়ে সকলকেই তলব করা হয়েছে বলে সূত্রের খবর।