তুরস্ক, সিরিয়ায় ভূমিকম্পে সোমবারের পর মঙ্গলবারেও অব্যাহত মৃত্যু মিছিল। দুই দেশ মিলিয়ে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৬০০০ এর গণ্ডি। এর আগে,সোমবার ভোররাতে ৭.৯ মাত্রার ভ🍎ূমিকম্প হয়েছিল তুরস্ক এবং সিরিয়ার উত্তর ভাগে। তুরস্কের রাজধানী আঙ্কারাসহ দেশটির অন্যান্য শহরে এবং পার্শ্ববর্তী সিরিয়াসহ প্রতিবেশী দেশ লেবানন, সাইপ্রাস, ইসরায়েলেও এই ভূকম্পন অনুভূত হয়। এরপর থেকে ঘণ্টায় ঘণ্টায় আতঙ্ক বাড়িয়ে ‘আফটারশক’ হানা দিয়েছে এই অঞ্চলে। এই ভয়াবহ ভূমিকম্পের পর তুরস্ক এবং প্রতিবেশী উত্তর-পশ্চিম সিরিয়ায় মৃতের সংখ্যা বেড়ে মঙ্গলবারে দিনের শেষে দাঁড়িয়েছে ৬০০০। বিশ্বের ৭২ টি দেশ থেকে গিয়েছে ত্রাণ। চলছে উদ্ধারকাজের তৎপরতা।
সিরিয়ার জেল থেকে ২০ জঙ্গি ফেরার
ভূমিকম্পের বিভিন্ন ক্ষয়ক্ষতির মাঝে আইএসআইএসের ২০ জঙ্গি জেল থেকে পালিয়েছে বলে খবর। এ💧ফপির এক খবর অনুযায়ী, তুরস্কের সীমান্তের কাছে সিরিয়ার রজো এলাকায় জেল থেকে পালিয়ে যায় এই বন্দি জঙ্গিরা।
মৃতের সংখ্যা ৬০০০ ছাড়াল
সিরিয়া ও তুরস্কে ভূমিকম্পে মৃতের সংখ্যা ছাড়াল ৬০০০। ম🔯ৃতের সংখ্যা হু হু করে বাড়ছে। এদিকে, উদ্ধার কাজ ব্যহত হতে শুরু করে তীব্র ꦇঠান্ডার জেরে। সেখানে শৈত্যপ্রবাহ বইতে শুরু করেছে।
প্রাণ রক্ষার তাগিদ
১৭ ঘণ্টা ধরে ভাইয়ের মাথার ওপর এভাবেই হাত রেখে তার প্রাণ রক্ষার তাগিদে লড়াই করেছে🐠 দিদি। ৭ বছরে🌌র শিশুকন্যার এই ছবি ভাইরাল। তুরস্ক, সিরিয়ায় ভূমিকম্পের ধ্বংসস্তূপের মাঝে এই ছবি ভাইরাল হয়েছে।
তুরস্কে ১০ প্রভিন্সে ৩ মাসের ‘জরুরি অবস্থা’ ঘোষিত
তুরস্কের তিন মাসের জন্য ১০ প্রভিন্সে ‘জরুরি অবস্থা’ ঘোষিত হয়েছে। প্রসঙ্গত সেদেশে মৃতের সংখ্যা সাড়ে ৩ হাজারের গণ্ডি ছাড়িয়েছে। সোমবারের ভূম🃏িকম্পের পর বিশ্বের ৭২ টি দেশ সিরিয়া ও তুরস্কের সাহায্যে এগিয়ে এসেছে।
সিরিয়ায় কী পরিস্থিতি? মুখ খুললেন রাষ্ট্রদূত
ভারতে অবস্থিত সিরিয়ার দূতাবাসের রাষ্ট্রদূত বাসাম আলখাতিব বলছেন,'বহু জায়গা এখনও বাজে ভাবে ক্ষতিগ্রস্ত। এখনও পর্যন্๊ত শেষ ৫ মিনিট ধরে আমি অনেক কয়টি ফোন কল করেছি। এটি ৮৫০টির বেশি মৃতের সংখ্যা। হাজারের মতো আহত ভূমিকম্পের জেরে। '
মৃতের সংখ্যা এখনও পর্যন্ত
সংবাদ সংস্থা 🦩এপির খবর অনুযায়ী, তুরস্কে ভূমিকম্পে মৃত্যু হয়েছে মোট ৩,৫৪৯ জনের। সিরিয়ায় মৃতের সংখ্🥃যা ১৬০০। মোট মৃতের সংখ্যা ৫১৪৯ জন।
দিল্লির দূতাবাসে অর্ধনমিত পতাকা
তুরস্কের দিল্লির দূতাবাসে অর্ধনমিত থাকে সেদেশেরไ জাতীয় পতাকা। ভূমিকম্পের জেরে গোটা দেশ শোকস্তব্ধ।
কিছু কি আঁচ পেয়েছিল পাখিরা?
শিল্পপতি আনন্দ মহিন্দ্রা সদ্য একটি ভিডিয়ো পোস্ট করেন। যেখানে দেখা যাচ্ছে সিরিয়া , তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের খানিক আগে পাখিদের অদꦬ্ভূত ডাকাডাকি শুরু হয়েছিল। প্রশ্ন থেকে যাচ্ছে, তাহলে কি কিছু আঁচ পেয়েছিল পাখিরা?
তুরস্কের ইস্কেন্দেরান বন্দরে আগুন
ভূমিকম্পে বিধ্বস্ত কুরস্কের ইস্কেন্দর বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গিয়েছে। তুরস্কের দক্ষিণে এই বন্দরে বহু মূল্যবান কার্গো জমায়েত ছিল ব🅘লে খবর।
তুরস্ক নিয়ে আবেগঘন মোদী
বিজেপির সংসদীয় বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন তুরস্ক ও সিরিয়ার ভয়াবহ ভূমিকম্পের প্রসঙ্গ তোলেন। প্রধানমন্ত্রী বলেন, তিনি ♔বুঝতে পারছেন তুরস্ক কী পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। এই কথা বলতে গিয়েই তিনি আবেগঘন হয়ে পড়েন, তোলেন ভূজের প্রসঙ্গ।
প্রত্নতাত্ত্বিক স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে
সিরিয়ায় বেশ কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ভূমিকম্পের জেরে। তুরস্কেরও বহু ঐতিহাসিক স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে এই কম্পনে।&nbs💖p;
মৃত্যু বেড়ে ৫০০০
সরকারি হিসেবে তুরস্কের ভূমিকম্পে মৃতের সংখ্যা ৫ হাজারেꦑর গণ্ডি ছাপিয়ে গিয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার♎্স।
তুরস্কের পূর্বে ভয়াবহ ভূমিকম্প
তুরস্কের পূর্বে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানল কিছুক্ষণ আগে। এর আগে আজ সকালেই রিখটার স্কেলে ৫.৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছিল মধ্য তুরস্কে। শতাধিক আফটারশকের মাঝে গত ২৮ ঘণ🐓্টায় এই নিয়ে সেদেশে এটা পঞ্ꦜচম তীব্র ভূমিকম্প।
ভারতীয় C17 বিমান পৌঁছল তুরস্কে
ভারতীয় C17 বিমান ত🅠্রাণ সামগ্রী নিয়ে পৌঁছল তুরস্কে। আরও চপার পাঠাতে চলেছে ভারতಌ।
তুরস্ককে ৬ মিলিয়ন ডলার দেবে চিন
তুরস্ককে ভূমিকম্প ত্রাণের জন্য ৬ মিলিয়ন মার্কিন ডলারের জরুরি সহায়তা প্রদান করার ঘোষণা করꦛল চিন।&nb🐈sp;
ভূমিকম্পে মুক্তি পেল ২০ জঙ্গি
ভূমিকম্পের সুযোগ তুলে সিরিয়ার জেল ꦐভেঙে পালাল অন্তত ২০ জঙ্গি।
প্রবল ঠান্ডায় দিশাহারা বাস্তুহীনরা
ভূমিকম্পে ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ায় তীব্র ঠান্ডার মধ্যে বহু মানুষকে খোলা আকাশের নিচে রাত কাটাতে হয়েছে। এই পরিস্থিতিতে দিনের আলো ফুটতে ফের নতু💖ন করে শুরু হয়েছে🧔 উদ্ধারকাজ। প্রিয়জনদের খোঁজে অনেকেই উৎকণ্টায় সময় কাটাচ্ছেন।
মৃতের সংখ্যা বেড়ে ৪ হাজার ৩৬৫
ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় মৃ🐼তের সংখ্যা বেড়ে ৪ হাজার ৩৬৫ জন হয়েছে। তুরস্কের তরফে জানানো হয়েছে, সেদেশে নিহত মানুষের সংখ্যা বেড়ে হয়েছে ২ হাজার ৯২১ জন। আহত ১৫ হাজার ৮৩৪ জন। অন্যদিকে, সিরিয়ায় এখনও পর্যন্ত ১ হাজার ৪৪৪ জনের নিহত হওয়ার তথ্💟য পাওয়া গিয়েছে। আহত ৩ হাজার ৪১১ জন।
ফের কেঁপে উঠল তুরস্ক
ফের একবার কেঁপে উঠল তဣুরস্ক। এবার ভূমিকম্প মূলতღ অনুভূত হয়েছে মধ্য তুরস্কে। জানা গিয়েছে রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ৫.৬।
মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কায় WHO
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এক বিবৃতিতে সতর্ক করে বলা হয়েছে, ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে অনেকটাই। এখনও পর্যন্ত এই দুর্যোগ সম্পর্কিত প্রা🥂প্ত তথ্য পর্যাপ্ত নয় বলে জানিয়েছে সংস্থাটি।&nb♛sp;
কোন কোন এলাকা ক্ষতিগ্রস্ত?
তুরস্কে🌱 ক্ষতিগ্রস্ত এলাকাগুলো হলো কাহরামানমারাস, গাজিয়ানতেপ, সানলিউরফা, দি🐠য়ারবাকির, আদানা, আদিয়ামান, মালত্য, ওসমানিয়ে, হাতায় ও কিলিস। ভূমিকম্পে সিরিয়ার আলেপ্পো, হামা, তারতুস প্রদেশে অসংখ্য বিল্ডিং ধসে পড়েছে।
সরকারি হিসেবে তুরস্কেই আহজ প্রায় ১৫ হাজার
তুরস্কের সরকারি হিসাব অনুযায়ী, ভূ𓆏মিকম্পে সেদেশে আহত হয়েছেন ১৪ হাজার ৪৮৩ জন। দেশটিতে ভূমিকꦗম্পের সময় ও তার পরে ৪ হাজার ৭৪৮টি বিল্ডিং ভেঙে পড়েছে।
প্রতিকূল আবাওয়ায় ব্যাহত উদ্ধারকাজ
এদিকে তুষারঝড়ের কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। অনেক শহরই বর🍰ফে ঢেকেꦬ গিয়েছে। এই আবহে উদ্ধারকাজে বাদ সেধেছে প্রতিকূল আবহাওয়া।
ফিরছে ১৯৩৯-এর বিভীষিকা
বিশেষজ্ঞদের দাবি, ১৯৩৯🅘 সালে শেষবার এমনই ভয়াবহ ভূমিকম্প হয়েছিল তুরস্কে। সেবারও রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৮। প্রাণ হারিয়েছিলেন ৩৩ হꦡাজার মানুষ।
এনডিআরএফ দলও গিয়েছে তুরস্কে
প্রথম দফায় ভূমিকম্পের ত্রাণ সামগ্রী, এনডিআরএফ দল, বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত ডগ স্কোয়াড, ওষুধ, ড্রিলিং মেশিন এবং অন্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে তুরস্কে গেল ভারত💟ীয় দল। গাজিয়াবাদের অষ্টম ব্যাটেলিয়ন এবং কলকাতার দ্বিতীয় ব্যাটেলিয়নের দু'টি দল থেকে প্রায় ১০০ জন এনডিআরএফ কর্মী তুরস্কে গিয়েছেন।
ত্রাণ পাঠাচ্ছে ভারত
ত্রাণসামগ্রী নিয়ে ভারতীয় বায়ুসেনার বিমান রওনা দিয়েছে তুরস্কের উদ্দেশে। ജআমেরিকা, রাশিয়া, চিন, ইউক্রেনও এই দুই দেশের পাশ🌊ে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে।
মৃত্যু বেড়ে ৩,৮০০
সোমবার তুরস্ক ও উত্তর সিরিয়ার ভয়াবহ ভূমিকম্প এবং পরপর আফটারশকে ক্রমেই বেড়ে চলেছে মৃতের সংখ্যা। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দক্ষিণ তুরস্ক এবং উত্তর সিরিয়া। মৃতের সংখ্যা এখনও পর্যন্ত প্রায় ৪ হাজারে গিয়ে দাঁড়িয়েছে।&♋nbsp;