পোষ্য সারমেয়ের মধ্যে লড়াই। তাই নিয়ে মারাত্মক রূপ নিল ২ প্রতিবেশীর ঝগড়া। চলল গুলি। ঘটনায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন দুজন। এছাড়াও ৬ জন আহত হয়েছেন। চঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দোরে। বৃহস্পতি꧃বার রাতে ঘটনাটি ঘটেছে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে হাসপাতালে। ইতিমধ্যেই এই ঘটনায় পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। ধৃতের নাম রাজপাল রাজাওয়াত।
আরও পড়ুন: দামি ল্যাম্বারগিনি দেখে বড্ড ঘেউ ঘেউ ক🍸রছিল! কুকুরকে পিষে মারলে🎃ন গাড়ির মালিক
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজপাল রাজাওয়াত, ব্যাঙ্ক অফ বরোদার একটি স্থানীয় শাখায় নিরাপত্তারক্ষী হিসে🦩বে কাজ করে। বৃহস্পতিবার রাতে কুকুর নিয়ে দুই পরিবারের মধ্যে দুই পরিবারের মধ্যে বচসা চরম আকার নেয়। বৃহস্পতিবার রাতে তাদের পোষা কুকুর একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ে। এই দুই পরিবারের মধ্যে প্রথমে বচসা বাঁধে। এরপর তাঁদের বচস𓂃া চরম আকার নিলে ব্যাঙ্কের ওই নিরাপত্তারক্ষী তার লাইসেন্সধারী বন্দুক দিয়ে এলোপাথারি গুলি চালায় বলে জানান অতিরিক্ত ডেপুটি কমিশনার অফ পুলিশ অমরেন্দ্র সিং বলেছেন।
এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন দুজন। মৃতদের নাম হল বিমল (৩৫) এবং রাহুল ভার্মা (২৮)। আহত ৬ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখা💜নেই তাদের চিকিৎসা চলছে। জানা যায়, রাজাওয়াত যখন তার পোষা কুকুরটিকে কৃষ্ণবাগ কলোনি এলাকায় বেড়াতে নিয়ে যাচ্ছিল তখনই ঝামেলার সূত্রপাত। রাজাওয়াতের প্রতিবেশীর কুকুরের সঙ্গে তার কুকুরটির ꦦলড়াই বাঁধে।