জন্মাষ্টমী উৎসব পালন করতে গিয়ে প্রবল ভিড়ে শ্বাসরোধ হয়ে মৃত্যু হল দুই পুণ্যার্থীর। এছাড়াও অসুস্থ হয়ে পড়েন কমপক্ষে ৬ জন পণ্যার্থী। ঘটনাটি ঘটেছে বৃন্দাবনের বাঙ্কি বিহারী মন্দিরে। গতকাল মধ্যরাতে বৃন্দাবনের বাঙ্কি বিহারী মনไ্দিরে ‘মঙ্গলা আরতি’𓆏 চলাকালীন এই দুর্ঘটনা ঘটেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, জন্মাষ্টমী উপলক্ষে ভগবান বাꦇঙ্কি বিহারীর ভ🌺ক্তদের ব্যাপক ভিড় জমতে শুরু করে মন্দির চত্বরে। মথুরার🧸 পুলিশ সুপার অভিষেক যাদব জানান, ভক্তদের ২ এবং ৩ নম্বর গেট দিয়ে প্রবেশ এবং ১ ও 💮৪ নম্বর গেট দিয়ে বাইরে বেরোনোর অনুমতি দেওয়া হয়েছিল। ৪ নম্বর গেটে ব্যাপক ভিড় হয়েছিল। সেখানেই ভিড়ের চাপে কমপক্ষে ৮ জন ভক্ত অজ্ঞান হয়ে যান। ভিড়ের চাপে তাদের বের করতে অনেক সময় লেগে যায়। পরে দুজনের মৃত্যু হয়। পরিস্থিতি দেখে ৪ নম্বর গেট বন্ধ করে দেয় পুলিশ।
জানা গিয়েছে, মৃতদের নাম হল নির্মল দেবী এবং রাম প্রসাদ বিশ♉্বকর্মা। তারা যথাক্রমে নয়ডা এবং মধ্যরদেশের বাসিন্দা। রাম প্রসাদ বিশ্বকর্মার স্ত্রীও বাঙ্কি বিহারী মন্দির প্রাঙ্গণে অজ্ঞান হয়ে পড়েছিলেন। এই ঘটনার জেরে মন্দির চত্বরে ব্যাপক ♋আতঙ্ক ছড়ায়। মন্দিরে অসুস্থ হওয়া এক ভক্ত কলকাতার বাসিন্দা। তার নাম রীনা দেবী বলে জানিয়েছে পুলিশ।
এই ঘটনায় শোক প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি ধর্মীয় স্থানগুলিতে উৎসব উপলক্ষে মন্দিরে আরও ভাল ব্যবস্থা করার জন্য স্বরাষ্ট্র দফতরকে🦄 নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে আহতদের যথাযথ চিকিৎসার নির্দেশ দিয়েছেন। প্রসঙ্গত, এর আগেও সেখানে এই ধরনের ঘটনা ঘটেছে। তার পরেও সেই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় পুলিশ প্রশাসনের গাফিলতিকেই দায়ী করেছেন আমজনতা।