ভারতীয়দের পুনরায় টুরিস্ট ভিসা দে🧜ওয়ার ঘোষণা করল সংযুক্ত আরব আমিরশাহী। কিন্তু রয়েছে কিছু শর্তাবলী। সেগুলি কী?
যাঁরা টুরꦓিস্ট ভিসায় আসবেন, তাঁরা যেন তার আগের ১৪ দিনের মধ্যে UAE-তে না এসে থাকেন। তার পাশাপাশি তাঁদের মানতে হবে আরও একটি শর্ত।
সেটা হল বাধ্যতামূলক আরটি-পিসিআর করোনা টেস্ট। বিমানে 🐷ওঠার সর্বোচ্চ ৬ ঘণ্টা আগে টেস্ট করতে হবে। আবার সংযুক্ত আরব আমিরশাহীর মাটি ছুঁয়েই আগে টেস্ট করা হবে। আবুধাবি এবং রাস আল খাইমা বিমানবন্দরে পৌঁছনোর পর যাত্রীদের ১০দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে। তারপরে আবার সেদেশে থাকার নবম দিনে আরও একবার করোনা 🐟টেস্ট করা হবে।
এই একই নিয়ম নেপাল, নাইজেꩲরিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং উগান্ডার ক🤪্ষেত্রে প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে।
ধীরে ধীরে সেদেশে ট্রাভেল সংক্র🦩ান্ত বিঘিনিষেধ লঘু করছে সংযুক্ত আরব আমিরশাহী। এখনও পর্যন্ত সেখানে মোট ৭ লক্ষেরও বেশি করোনা পজিটিভ কেস মিলেছে। করোনায় প্রাღণ হারিয়েছেন ২,০১৮ জন।