উদয়পুরের কানহাইয়ালালের মৃত্যুর ঘটনা ঘিরে একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে আসতে শুরু করেছে। কানহাইয়ার শিরোচ্ছেদের ঘটনায় মুখ্য অভিযুক্ত রিয়াজ আট্টারির সঙ্গে বিজꦓেপির সম্পর্ক নিয়ে নানান প্রশ্ন উঠেছে।
কংগ্রেসের অভিযোগ বিজেপির সঙ্গে রিয়াজের সম্পর্ক রয়েছে। উল্লেখ্য, এই মামলায় মূল অভিযুক্ত রিয়াজের সঙ্গে বহু বিজেপি নেতার ছবি ভাইরাল হয়েছে। আর সেই মর্মেই দিল্লিতে এদিন কংগ্রেসের তরফে এই মামলা এনআইয়ের হাতে তুলে দেওয়ার দাবি জানানো হয়েছে। প্রসঙ্গত, অমরাবতীতে শিরোচ্ছেদের ঘটনার তদন্তভার এনআইএ নিয়েছে। উল্লেখ্য়, সদ্য একটি ছবিতে বিজেপি নেতা ইরশাদ চায়ওয়ালার সঙ্গে রিয়াজকে দেখা গিয়েছে। সেই ইস্যুতে ইরশাদ বলেন, 'আমার সঙ্গে ওর কোনও যোগ নেই। যে ছবি দেখছেন তা এক তীর্থ থেকে তার আসার পর নেওয়া হয়, আর তাকে এক বন্ধু পরিচিত করিয়ে দেন।' দুর্গাপু🧔জোয় শ্রীভূমিতে এবারেও বহু চমক! থিমের দৌড়ে পিছিয়ে নেই চেতলা অগ্রগামীও
রাজস্থানে বিজেপির সংখ্য়ালঘু সেলের প্রেসিডেন্ট, সাদিক খান জানিয়েছেন, 'রিয়াজ আট্টারি কোনও দিনওই বিজেপির সদস্য ছিলেন না। বিজেপির কাছে তার কোনও সদস্যপদ নেই।' সাদিক বলছেন, কোথাও সভা করার আগে, সেখানে রেইকি করতে দলের নেতারা যান। আর তাঁদের সঙ্গে ছবি তুলতে অনেকেই উৎসুখ থাকেন। সেই ভাবেই রিয়াজ আট্টারির সঙ্গে ছবিটি উঠ🍬েছে। বিজেপির দাবি, গোটা ঘটনার দায় কংগ্রেস বিজেপির ঘাড়ে চাপিয়ে মানুষের নজর ঘোরাতে চাইছে। বিজেপি বলছে অশোক গেহলোটের কংগ্রেস সরকার এই গোটা বিষয়টি ধামাচাপা দিতে এই দাবি করছে।