বাংলা নিউজ > ঘরে বাইরে > Uddhav Thackeray in Supreme Court: ‘বাবার তির-ধনুক’ ফেরাতে গিয়ে SC-তে ধাক্কা খেলেন উদ্ধব, CJI বললেন, ‘কালকে আসুন’
দল হাতছাড়া হয়েছে, নির্বাচনী প্রতীক 'তির-ধনুক' গিয়েছে। এই আবহে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরোধিতায় এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন উদ্ধব ঠাকরে। 'তির-ধনুক' প্রতীক ফিরে পেতে শীর্ষ আদালতে মামলার আবেদন করে তা জরুরি ভিত্তিতে শুনানি করার জন্য বলেছিলেন উদ্ধবের আইনজীবী। তবে উদ্ধব পক্ষের জরুরি শুনানির আবেদন খারিজ করে দিলেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। তিনি বলেন, 'সরি, আপনাকে মেনশনিং লিস্টে (আজকে যে যে মামলা উত্থাপিত হবে, তার তালিকা) থাকতে হবে। আপনারা কালকে আসুন।' (আরও পড়ুন: মেঘালয়ে পিএ সাংমা স্টেডিয়ামে সভা করতে চা🐈ইলেন মোদী, মানা কꦐরলেন মুখ্যমন্ত্রী কনরাড)