বাংলা নিউজ > ঘরে বাইরে > Uddhav Thackeray on Election Commission: 'নির্বাচন কমিশনকে ভেঙে দেওয়া উচিত', হারানো নাম-প্রতীকের সামনে বসে তোপ উদ্ধবের
'এই নির্বাচন কমিশনকে ভেঙে নতুন করে তা গড়ে তোলা উচিত।' বাবার তৈরি করা দল ও প্রতীক হারিয়ে এভাবেই নির্বাচন কমিশনকে আক্রমণ শানালেন মহাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। এদিন এক সাংবাদিক সম্মেলনে উদ্ধব ঠাকরে বলেন, 'আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই, আপনারা এখানে কেন আছেন? আমার কাছে কিছুই নেই, আমার থেকে সব চুরি হয়ে গিয়েছে। তাও আপনারা এখনও এখানে কেন? অন্য দল আমাদের নাম ও প্রতীক নিয়ে নিলেও তারা আমাদের ঠাকরের নাম নিতে পারবে না। আমি ভাগ্যবান যে বালাসাহেব ঠাকরের পরিবারে জন্মগ্রহণ করেছি। দিল্লির সাহায্য নিয়েও তারা তা ছিনিয়ে নিতে পারবে না।' এদিন তিনি শিবসেনা লেখা বোর্ডের সামনে বসেই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। (আরও পড়ুন: ত💞ুরস্ক থেকে পাঠানো বন্যাত্রাণই সেদেশে পাঠিয়ে নিজের নাক কাটাল পাকিস্তান)