ইউনিভার্সিটি গ্রান্ট কমিশনের ন্যাশানাল এলিজিবিলিট টেস্টের( UGC NET) কন্নড় পেপারের পরীক্ষায় ছিল রবিবার। এদিকে আশ্চর্যজনকভাবে দেখা যায় সেই পেপারে বেশিরভাগ প্রশ্নই রয়েছে হিন্দিতে। কিছু প্রশ্ন অবশ্য কন্নড়ে ছিল। এদিকে এরপরই পরীক্ষার্থীদ🍨ের মধ্যে শোরগোল পড়ে যায়। পরে অবশ্য ন্যাশানাল টেস্টিং এজেন্সি জানিয়ে দিয়েছে ফের এই পরীক্ষা নেওয়া হবে। এজেন্সির তরফ থেকে জানানো হয়েছে কিছু টেকনিক্যাল কারণে সমস্যা হয়েছিল। ফের এই পরীক্ষার দিন ঘোষণা করা হবে। ওয়েবসাইটে পরীক্ষার পরিবর্তিত দিন জানিয়ে দেওয়া হবে।
অ্যাসিসট্যান্ট প্রফেসর, জুনিয়র রিসার্চ ফেলোশিপ হওয়ার জন্য এই পরীক্ষায় বসতে হয়। কিন্তু সেই পরীক্ষার প্রশ্নপত্রের ভাষা নিয়ে বড় বিপত্তি দেখা দিল এবার। বেঙ্গালুরুর এক পরীক্ষার্থী বলেন,মাত্র ১০টি প্রশ্ন ছিল কౠন্নড়ে। বাকি সবগুলিই হিন্দিতে। কিছু বুঝতেই পারিনি। ৯০টি প্রশ্নের উত্তরই পারিনি। এদিকে প্রশ্নপত্রের ভাষা বুঝতে না পেরে বিভিন্ন পরীক্ষাকেন্ꦿদ্রের বাইরে বিক্ষোভও শুরু হয়ে যায়। এদিকে বিভিন্ন সেন্টারে বার বার প্রশ্ন আপলোড করার চেষ্টা করা হয়। কিন্তু প্রতিবারই দেখা যায় কন্নড় পরীক্ষায় প্রশ্নপত্র রয়েছে হিন্দিতে। এনিয়ে পরীক্ষার্থীদের অনেকেই তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তবে যাদের প্রশ্ন বুঝতে সমস্যা হয়েছে তাদের জন্য ফের পরীক্ষা নেওয়া হবে বলে এনটিএর তরফে জানানো হয়েছে। এক পরীক্ষার্থী দাবি সকলেরই পরীক্ষা ফের নেওয়া হলে ভালো হত।