পহেলগাঁওয়ে জঙ্গি হামলার নিন্দা জানিয়েছেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুতেরেসও। সোমবার তিনি এক সংক্ষিপ্ত বিবৃতি দিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা প্রশমনের আহ্বান জানান। এক বিবৃতিতে তিনি উভয় পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের এবং যুদ্ধের দ্বারপ্রান্ত থেকে পিছিয়ে আসার আহ্বান জানিয়েছেন। এক সংক্ষিপ্ত বিবৃতিতে গুতেরেস বলেন, 'উভয় পক্ষই যেন কোনো ভুল না করে। সামরিক সমাধান কোনো সমাধান নয়। খবর লাইভ হিন্দুস্তানের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে।
গুতেরেস বলেন, ২২ এপ্রিল পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার পর 'কঠোর' অনুভূতি তিনি বুঝতে পারছেন। তিনি পুনর্ব্যক্ত করেছেন যে তিনি এই হামলার তীব্র নিন্দা করছেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছেন। ‘অসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করা অগ্রহণযোগ্য – এবং দায়ীদের অবশ্যই বিশ্বাসযোগ্য ও আইনি উপায়ে বিচারের আওতায় আনতে হবে,’বলেছেন তিনি।
যে কোনো শান্তি উদ্যোগকে সমর্থন করতে জাতিসংঘ প্রস্তুত রয়েছে
রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, উত্তেজনা প্রশমন, কূটনীতি ও শান্তির নতুন অঙ্গীকার প্রচার করে এমন যেকোনো উদ্যোগে সমর্থন করতে জাতিসংঘ প্রস্তুত রয়েছে।
এসবের মধ্য়েই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সব রাজ্যকে মক ড্রিল করার নির্দেশ দিয়েছে। ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করলেন প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং। সশস্ত্র বাহিনীর যুদ্ধ প্রস্তুতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেছেন তিনি। বৈঠকে সভাপতিত্ব করেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল এ পি সিং।
নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠি শনিবার গুরুত্বপূর্ণ সমুদ্র পথগুলির সামগ্রিক অবস্থা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেছেন। অন্যদিকে, পাকিস্তানের নৌ মহড়ার পরিপ্রেক্ষিতে ভারতীয় নৌবাহিনী আরব সাগরে উচ্চ সতর্কাবস্থায় রয়েছে, অন্যদিকে ভারতীয় বিমান বাহিনীর ফ্রন্টলাইন যুদ্ধবিমানগুলি দূরপাল্লার ফ্লাইট পরিচালনা করছে। প্রতিরক্ষা সচিবের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক নিয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি। পহেলগাঁওয়ে ২২ এপ্রিলের হামলায় 'আন্তঃসীমান্ত সংযোগের' কথা উল্লেখ করে ভারত এই হামলায় জড়িতদের কঠোর শাস্তি দেওয়ার অঙ্গীকার করেছে। ওই হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন।