কৃষিক্ষেত্রে প্রযুক্তিগত সহযোগিতা প্রদানকারী স্টার্টআপকে উৎসাহকে দিতে বাজেট ভাষণে বিশেষ তহবিলের কথা ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। 'এগ্রিকাꦦলচার অ্যাক্রিলেটর ফান্ড' দেওয়া হবে গ্রামীণ এলাকায় তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করতে।
কৃ💛ষি ক্ষেত্রে কৃষকরা ষে সব চ্যালেঞ্জের মুখোমুখি হন, তা সমাধানে উদ্যোগী তরুণ-তরুণীদের স্টার্টআপকে অর্থিক ভাবে সহযোগিতা করবে এই ফান্ড।
মঙ্গলবার সংসদে পেশ করা অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী গত চার বছরে কৃষিপ্রযুক্তি স্টার্টআপগুলি প্রায়৬৬০০ কোটি টাকা বাজার থেকে তুলতে সক্ষম হয়েছে। যা চলতি অর্থনৈতিক পরিস🃏্থিতি𝔍তে উল্লেখযোগ্য। এই ক্ষেত্রে প্রতিবছর প্রায় ৫০ শতাংশ করে বৃদ্ধি পেয়েছে।
এই সমীক্ষা বলা হয়েছে, কৃষি ক্ষেত্রে দেশে প্রায় ৫০০টিরও বেশি স্টার্টআপ রয়েছে। এছাড়া বা কৃষি এবং সহযোগী ক্ষেত্রের পুর্নজীবনের জন্য 'ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মিলেটস রিসার্চ', 'রাষ্ট্রীয় কৃষি বিকা෴শ যোজনা'-অধীনে ২৫০টি স্ট﷽ার্টআপ তৈরি করেছে। যথেষ্ট কোভিড পরবর্তী পরিস্থিতি যথেষ্ট আশাব্যাঞ্জক।
সমীক্ষায় বলা হয়েছে এই ধরনের উদ্যোগগুলি কৃষকদের পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার করতে উৎসাহিত করছে। তারা সৌর শ𝓰ক্তির মতো বিকল্প শক্তি ব্যবহারের দিকে ঝুঁকছে।