সরকারি কর্মচারীদের জন্য একেবারে নয়া পেনশন স্কিমের ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। তবে পুরনো পেনশন স্কিম (OPS) ফেরানো হচ্ছে না। নতুন যে পেনশন স্কিম (ন্যাশনাল পেনশন সিস্টেম) আছে, সেটা থাকছে। সেইসঙ্গে নতুন পেনশন প্রকল্প হিসেবে ‘ইউনিফায়েড পেনশন স্কিম’ চালু কর💧া হচ্ছে। শনিবার কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, ‘সরকারি কর্মচারীদের জন্য ইউনিফায়েড পেনশন স্কিমে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় 💧মন্ত্রিসভা। তাতে নিশ্চিত পেনশন মিলবে। নিশ্চিতভাবে ৫০ শতাংশ পেনশন (বেসিক স্যালারির ৫০ শতাংশ) প্রদানের বিষয়টি এই স্কিমের প্রথম ভিত্তি হতে চলেছে। আর নিশ্চিতভাবে ৬০ শতাংশ পারিবারিক পেনশন প্রদানের বিষয়টা দ্বিতীয় ভিত্তি হতে চলেছে ‘ইউনিফায়েড পেনশন স্কিম’-র। এই ইউনিফায়েড পেনশন স্কিমের ফলে প্রায় ২৩ লাখ কেন্দ্রীয় সরকারি কর্মচারী লাভবান হবেন।’
পুরনো পেনশন স্কিম ফেরানোর দাবি উঠছিল
দীর্ঘদিন ধরেই পুরনো পেনশন স্কিম ফিরিয়ে আনার দাবি তুলছিলেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের একাংশ। সেই দাবি নিয়ে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন ‘জয়েন্ট কনসালটিভ 🍷মেকানিজম’-র প্রতিনিধিরা। যদিও বিশেষজ্ঞদের মতে, পুরনো পেনশন স্কিম ফিরিয়ে আনা হলে সরকারের উপরে বাড়তি ಌবোঝা পড়বে। সেই পরিস্থিতিতে ‘ইউনিফায়েড পেনশন স্কিম’ চালু করার ঘোষণা করা হল।
নিশ্চিত ৫০% পেনশন
কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, অবসর গ্রহণের (সুপার অ্যানুয়েশন) আগে শেষ ১২ মাস যে বেসিক স্যালারি ছিল, সেই গড় বেসিক স্যালারির ৫০ শতাংশ অর্থ নিশ্চিতভাবে মিলবে। ন্যূনতম ১০ ব𝓡ছর চাকরির ক্ষেত্রে অনুপাতের ভিত্তিতে পেনশন প্রদান করা হবে। উল্লেখ্য, পুরনো পেনশন স্কিমের আওতায় শেষ পাওয়া বেসিক স্যালারির ৫০ শতাংশ মিলত পেনশন হিসেবে। যে অঙ্কটা বাড়ত ডিয়ারনেস রিলিফের বৃদ্ধির সঙ্গে-সঙ্গে।
নিশ্চিত ৬০% ফ্যামিলি পেনশন
কে𓆉ন্দ্রের তরফে জানানো হয়েছে, সংশ্লিষ্ট কেন্দ্রীয় সরকারি কর্মচারীর মৃত্যুর ঠিক আগেই যে পেনশন থাকবে, সেটার ৬০ শতাংশ নিশ্চিতভাবে মিলবে।
ন্যূনতম নিশ্চিত পেনশন
কেন্দ্রের তরফে জানানো হয়েছে যে ন্যূনতম ১০ বছর চাকরি করলে মাসে ন্যূনতম ১০,০০০ টা𝄹কা পেনশন মিলবে।
‘ইউনিফায়েড পেনশন স্কিম’ কি বাধ্যতামূলক?
তবে সেই ‘ইউনিফায়েড পেনশন স্কিম’ বাধ্যতামূলক হচ্ছে না। যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা চাইবেন, যাঁরা ‘🍸ইউনিফায়েড পেনশন স্কিম’ বেছ♔ে নিতে পারেন। যে কেন্দ্রীয় সরকারি কর্মচারী নয়া পেনশন স্কিমে থাকতে চাইবেন, তাঁরা সেই সুযোগ পাবেন।
কবে থেকে ‘ইউনিফায়েড পেনশন স্কিম’ চালু হবে?
কেন্দ্রীয় সরকারের তরফে জানানো🐈 হয়েছে যে ২০২৫-২৬ অর্থবর্ষ থেকে ‘ইউনিফায়েড পেনশন স্কিম’ চালু♉ করা হবে। অর্থাৎ ২০২৫ সালের ১ এপ্রিল থেকে সেই নতুন পেনশন প্রকল্প চালু করা হচ্ছে বলে জানিয়েছেন বৈষ্ণব।
কেন্দ্রের ‘কন্ট্রিবিউশন’ বাড়ছে
কেন্দ্রের তরফে জানান♊ো হয়েছে যে আপাতত নয়া পেনশন প্রকল্প (NPS) আছে, তাতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ‘কন্ট্রিবিউশন’-র পরিমাণ হল ১০ শতাংশ। আর কেন্দ্রের ‘কন্ট্রিবিউশন’-𓆏র পরিমাণ ১৪ শতাংশ থাকে। ‘ইউনিফায়েড পেনশন স্কিম’-এ ‘কন্ট্রিবিউশন’-র অঙ্ক হল ১৮.৫ শতাংশ।