বিদেশি বিনোয়োগকারীরা কী ভারত ছাড়ছেন? সংসদে এক প্রশ্ন জবাবে কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী নির্মলা সীতারামন সোমবার জান🍨িয়েছেন, ভারতে প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগ (FDI) ২০১৮-১৯ সালের থেকে ৯ হাজার মিলিয়ন মার্কিন ডলার বৃদ্ধি পয়েছে। তিনি বলেন, ‘দেশের বিনিয়োগের পরিবেশ বিদেশি ব্যবসায়ীদের আস্থা যুগিয়েছে।’
ভারত রাষ্ট্র সমিতি (BRS)-এর সাংসদ জি. রঞ্জিত রেড্ডি এবং দ্রাবিড় মুনেত্র কাজগাম (DMK) সাংসদ কানিজমোঝি জানতে চান ‘২০১৮ সাল 🀅থেকে বিনিয়োগ করতে থাকা বিদেশি ব্যবসায়ীদের মধ্যে🐼 কতজন ভারত ছেড়েছেন।
প্রশ্নে তাঁরা পরিসংখ্যান উদ্ধৃত করে বলেন, ২০১৮ থেকে ২০২৩ সালের মার্চ পর্যন্ত ৫৫৯ টি বিদেশি কোম্পানি ভারতে তাদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে। যেখানে ৪৬৯টি সংস্থা ভারতে তার কাজ শুরু করেছে। অর্থমন্ত্রীকে জিজ্ঞাসা করা হয়ে, ‘দেশে ব্যবসায়ের পরিবেশ তৈরি করা হচ্ছে না, বিশেষত কোভিড মহামারীর পরেও। ফলে ব্যবসায়ী চিনে চল⛄ে যাচ্ছেন।’ তারা আরও জানতে চান, সরকার এর প্রতিকারের ক্ষেত্রে কী কী ব্যবস্থা নিচ্ছে।
জবাবে সীতারামন বলেন, যে এই তথ্য শুধুমাত্র সেই সংস্থাগুলির সঙ্গে সম্পর্কিত যে সংস্থাগ♒ুলি ভারতে সরাসরি বিদেশি 🔥সংস্থা খোলার পরিবর্তে স্থানীয় সহায়ক সংস্থাগুলির মাধ্যমে ভারতে বিনিয়োগ করেছে।
(পড়তে পারেন। নেতাদের 💃জেলে যেতে হবে, ভয় পাচ্ছে তৃণমূল, সংসদে বিস্ফোরক কেন্দ্রীয় মন্ত্রী, সুদীপ বকেয়া চাই𒊎তেই এল জবাব)