এবার খবরে ওড়িশার বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বিশ্বেশ্বর টুডু। সদ্য তাঁর এক মন্🌠তব্য এবার বিতর্কের কেন্দ্রে। কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, ইউনিয়ন সিভিল সার্ভিস পরীক্ষা দিয়ে নিয়োগ হওয়া অফিসাররা ‘ডাকাত’। ওড়িশার বালাসোরের বালিপালে এক স্কুলের গোল্ডেন জুবিলি উৎসবে যোগ দিয়ে ভাষণ দিচ্ছিলেন মন্ত্রী। সেখানেই তিনি এই মন্তব্য করেন।
কেন্দ্রীয় মন্ত্রী বিশ্বেশ্বর টুডুর অভিযোগ, যখন একজন মুরগী চোর ধরা পড়ে শাস্তি পান, তখন একজন অফিসার যিনি খণিজের মাফিয়া, তাঁকে কিছুতেই ছোঁয়া যায়না, কারণ তাঁকে রক্ষা করে গোটা সিস্টেম। উল্লেখ্য, কেন্দ্রীয় আদিবাসী বিষয়ক ও জলশক্তি বিষয়ক মন্ত্রীর এহেন মন্তব্যে ব্য়াপক বিতর্কের ঝড় উঠেছে। প্রসঙ্গত, ইউনিয়ন সিভিল সার্ভিস পরীক্ষা দেশের সরকারি চাকরিতে নিয়োগের সবচেয়ে চ্যালেঞ্জিং ও সম্মানজনক একটি পরীক্ষা। দেশের সরকারি ক্ষেত্রে বহু নামী পদে নিয়োগের ক্ষেত্রে এই পরীক্ষায় পাশ করা প্রার্থীদের বিশেষ প্রশিক্ষণের পর বেছে নেওয়া হয়। তাঁদের নিয়েই এমন মন্তব্য উঠে আসে কেন্দ্রীয় মন্ত্রীর তরফে। উল্লেখ্য, এই মন্তব্যের ভꦕিডিয়ো মুহূর্তে ভাইরাল হতে শুরু করে। সেই ভিডিয়োতে (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) দেখা যাচ্ছে, কেন্দ্রীয় মন্ত্রী বলছেন, ‘আমার এটা মনে হয়েছে… যাঁরা ইউপিএসসি দিয়ে প্রবেশ করছেন (চাকরিতে), তাঁরা সবচেয়ে বেশি শিক্ষিত, আর সব সময় উচ্চ পদে আসীন থাকেন। ’ এরপর তিনি বলেন, ‘তবে আমার এটা মনে হয়েছে, যাঁরা সেখান থেকে শিক্ষিত হয়ে এসেছেন, তাঁরা অনেকেই ডাকাত। আমি ১০০ শতাংশকেই বলছি না, তবে অনেকেই তাই।’
( নুডলস খেতে গিয়ে মুখে কচ করে পড়বে ঢ্যাঁড়স! সহ্য হবে তো? এই 🐽ভিডিয়ো ট্রেন্ডে)
( ছুঁলেই ছ্যাঁকা! আলফানসো বিক্রি হচ্ছে EMIতে, কীভাবে চিনে ܫনেবেন এই🍰 আম? জানুন)
উল্লেখ্য, কেন্দ্রীয় মন্ত্রী তাঁর ভাষণে বলছেন, তিনি দিল্লিতে যে ভবনে থাকেন, তার পিছনেই রয়েছে ইউপিএসসির অফিস। তিনি বলছেন, প্রথমের দিকে এই অফিসারদের জন্য তাঁর প্রবল সম্মান ছিল, তবে এখন তা আর নেই। বিশ্বেশ্বর টুডুর প্রশ্ন, ‘এমন শিক্ষিত মানুষ থাকা সত্ত্বেও আমাদের সমাজ কেন দুর্নীতি ও অবিচারে নিমজ্জিত?’ তিনি এই প্রশ্নের জবাবে বলছেন, ‘ এর কারণ আমাদের শিক্ষা ব্যবস্থায় নৈতিকতার অভাব। আমাদের মধ্যে আধ্যাত্মিক শꦍিক্ষা ও চিন্তার অভাব’। উল্লেখ্য, এর আগে ২০২১ সালে এই বিজেপি সাংসদকে ঘিরে একবার বিতর্ক শুরু হয়েছিল। সেই সময় তাঁর সংসদীয় কেন্দ্র ময়ূরভঞ্জে তিনি এক অফিসারের বিরুদ্ধে অভ♛িযোগ তুলেছিলেন, তাঁর সঙ্গে দুর্ব্যবহার করার। এরপর নতুন করে তাঁর এই মন্তব্যে বিতর্কের ঝড় উঠেছে।