লালকৃষ্ণ আডবানি মরে গিয়েছেন বলে ভরা জনসভায় ঘোষণা করে চরম বিভ্রান্তি ছড়ালেন কেন্দ্রীয় মন্ত্রী ভি সোমান্না। ঘটনাটি ঘটে শনিবার। কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরু থেকে ৭০ কিলোমিটার দূরে তুমাকুরুর গুব্বিতে এক জনসভায় বক্তৃতা দেওয়ার সময় এই ভুল করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। অনুষ্ঠানে তিনি নীরবতা পালন করার জন্যেও বলেছিলেন। পরে অবশ্য তাঁর সেই ভুল ধরা পড়ে এবং লজ্জায় তাঁর কান লাল হয়। এদিকে শুধু সোমান্না নয়। এই একই ভুল করেন বিজেপি সাংসদ ডঃ সিএন মঞ্জুনাথ। তিনি কুনিগালে একটি অনুষ্ঠানে ভাষণ রাখছিলেন। সেই সময় তিনি ঘোষণা করেন, লালকৃষ্ণ আডবানি প্রয়াত। পরে তিনিও তাঁর ভুলের জন্যে ক্ষমা চেয়ে নেন। (আরও পড়ুন: বাইডেন কি পার্কিনসন রোগে আক্রান্ত? হোয়াইট হাউজে চিকিৎসকের ভিজিট ঘিরে 🦋চরমে জল্পনা)
আরও পড়ুন: বাড়ছে ভাতা, আর 'আনলাকি' নয়, '১৩' এবার সওরকারি কর্মীদের জন্য লক্ষ্🍸মীলাভের সংখ্যা
আরও পড়ুন: বাংলার কথা ভেবে CAA-তে বড় বদলের ভাবনা, নথির কড়াকড়ি থেকে ম🐼িলবে রেহাই?
এর আগে গত ২৬ জুন দিল্লি এইসমে ভরতি করা হয়েছিল ভারতের প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবানিকে। এরপর তাঁকে হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হয়েছিল। তবে সপ্তাহ ঘুরতে না ঘুরতেই ফের একবার হাসপাতালে ভরতি করা হয় বিজেপির এই বর্ষীয়ান রাজনীতিবিদকে। রিপোর্ট অনুযায়ী, ৩ জুন, বুধবার রাতে আডবানিকে দিল্লির অ্যাপোলে হাসপাতালে ভরতি করা হয়। আডবানিকে নিউরোলজি বিভাগে ভরতি করা হয়েছে। অবশ্য একদিন পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়। সেখানে নিউরোলজিস্ট ডঃ বিনীত সুরীর তত্ত্বাবধানে ছিলেন। (আরও পড়ুন: লোকাল ট্রেন নিয়ে হඣাই কোর্টের রায়ের ♊পর নড়েচড়ে বসল রেল, কড়া নির্দেশ RPF-এর)
আরও পড়ুন: ভারতের সাথে হাত মেলাতে রাজি, তিস্তা প্রকল্প নিয়ে হাসিনাকে 'গꦡু𓆏গলি' চিনের
আরও পড়ুন: '২০২০-তে আবার ট্রাম্♊পকে হারাব', বাইডেনের নয়া ভুলে মাথা চাপড়াচ্ছেন ডেমোক্☂র্যাটরা
রিপোর্ট অনুযায়ী, ৩ জুন, বুধবার, রাত ৯টা নাগাদ আডবানিকে দিল্লির অ্যাপোলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তখনই তাঁকে ভরতি করা হয়েছিল। সঙ্গে সঙ্গে শুরু হয় চিকিৎসা। তবে ঠিক কী কারণে আডবানিকে হাসপাতালে ভরতি করা হয়, তা স্পষ্ট ভাবে জানানো হয়নি হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে। তবে জানানো হয়, ভারতের প্রাক্তন উপপ্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। এর আগে গত ২৬ জুন, নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসে ভরতি করা হয়েছিল ✅লালকৃষ্ণ আডবানিকে। সেবার হাসপাতালের জেরিয়াট্রিক বিভাগে ভরতি করা হয়েছিল এই ৯৬ বছর বয়সি রাজনীতিবিদকে। এই আবহে অনুমান করা হয়েছিল, আডবানির বার্ধক্যজনিত সমস্যার চিকিৎসা চলছে। উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছেন আডবানি। তবে কয়েকদিনেই হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। তবে ফের একবার হাসপাতালে ভরতি হতে হল আডবানিকে।