মোটরসাইকেল গাড়ি কিনেও শান্তি নেই। RTO অফিসে গিয়ে হাপিত্যেশ করতে হবে। নথি নিয়ে হাজারো নিয়ম, সমস্যা। এমনটাই যদি আপনার অভিজ্ঞতা হয়, তবে একটি সুখবর রয়েছে। RTO অফিসে গিয়ে নাকাল হওয়ার দিন এবার শেষ। পরিষেবা পেতে আপনাকে আর আরটিওতে সশরীরে যেতে হবে না। বাড়ি বসেই হবে। কীভাবে?সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রকে জানিয়েছে, RTO-তে গিয়ে করতে হত, এমন ৫৮টি কাজ এবার অনলাইনেই হবে। ইতিমধ্যেই এই মর্মে জারি হয়েছে বিজ্ঞপ্তি।উক্ত পরিষেবার মধ্যে রয়েছে ড্রাইভিং লাইসেন্স, কন্ডাক্টর লাইসেন্স, গাড়ির রেজিস্ট্রেশন, পারমিট এবং মালিকানা হস্তান্তরের প্রক্রিয়াও। ফলে একেবারে গুরুত্বপূর্ণ কাজও এখন হবে বাড়ি বসেই।এর ফলে RTO যাওয়ার আর কোনও প্রয়োজনীয়তা থাকবে না। নিজেই আধার প্রমাণীকরণের মাধ্যমে এই পরিষেবাগুলি নিতে পারবেন। এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় মন্ত্রক।'কন্টাক্টলেস এবং ফেসলেস পদ্ধতিতে এই ধরনের পরিষেবা দেওয়া হবে। এর ফলে সাধারণ মানুষের সময় বাঁচবে,' বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।ফলস্বরূপ, সময়ের সঙ্গে আরটিও-তে আসা সাধারণ মানুষের সংখ্যা আরও হ্রাস কমাতে চাইছে কেন্দ্র। তাই একেবারে গুরুত্বপূর্ণ প্রয়োজনে যাঁরা আসবেন, তাঁদের আরও ভাল ও দ্রুত পরিষেবা দেওয়া যাবে।মন্ত্রকের জারি করা বিজ্ঞপ্তি অনুসারে, কোনও ব্যক্তির আধার নম্বর না থাকলে তাঁরা CMVR 1989 অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে শারীরিকভাবে উপস্থিত থেকে একটি বিকল্প নথি জমা দিতে পারেন। সেটা করলে সাধারণ RTO অফিসের মতোই পরিষেবা পাওয়া যাবে। তাই অনলাইন চালু হচ্ছে বলে যে অফলাইন মোড বন্ধ হয়ে যাচ্ছে, এমনটা ভাবার কোনও কারণ নেই।