২০২২ উত্তরপ্রদেশ নির্বাচনের রাজনীতি যাদব পরিবারকে কেন্দ্র করে বহুভাবে আবর্তিত হচ্ছে। কয়েকদিন আগেই, বিজেপি ছেড়ে মুলায়ম-পুত্র অখিলেশ যাদবের সমাজবাদী পার্টিতে যোগ দেন বেশ কয়েকজন হেভিওয়েট নেতা মন্ত্রী। যার ফলে বিজেপির দলিত ভোটব্যাঙ্ক নিয়ে বহু জল্পনা শুরু হয় বিধানসভা ভোটের আঙিনায়। এদিকে, তার কয়েকদিন পরই খোদ সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের ঘর থেকেই একাধিক সদস্য যোগ দেন বিজেপিতে। এঁদের মধ্যে ছিলেন মুলায়ম সিং যাদবের ছোট প্রতীক যাদবের স্ত্রী অপর্ণা। যোগী শিবিরে যোগদানের পর শুক্রবার অপর্ণা লখনউ পৌঁছেই দেখা করেন মুলায়ম সিংয়ের সঙ্গে। যা গোবলয় রাজনীতিতে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।ভাশুর অখিলেশ যাদব বলেছিলেন, মুলায়ম যাদব বারবার বাড়ির 'ছোটি বহু' অপর্ণাকে বিজেপিতে যেতে বারণ করেছিলেন। তারপরও অপর্ণা সেখানে গিয়েছেন। অখিলেশের এই বক্তব্যের পর শুক্রবার লখনউতে গিয়ে অপর্ণা দেখা করেন মুলায়ম সিংয়ের সঙ্গে। বিজেপির সদস্য অপর্ণা, সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা শ্বশুরমশাই মুলায়মের পা ছুঁয়ে প্রণাম করেন। সেই ছবি তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন। মনে করা হচ্ছে, অপর্ণার বিজেপি যোগ নিয়ে অখিলেশ যে মন্তব্য করেছিলেন, তার সাফ জবাব এই ছবিতে লুকিয়ে রয়েছে। ছবিতে অপর্ণা ট্যাগলাইনে লিখেওছেন যে মুলায়ম সিংয়ের আশির্বাদ তিনি নিয়েছেন। ফলে জল্পনা এটাই যে, এই ছবি পোস্ট করে কি অপর্ণা অখিলেশকে বুঝিয়ে দিলেন যে, মুলায়ম সিং তাঁর 'ছোটি বহু'র পাশ থেকে সরে যাননি? জল্পনা থেকেই যাচ্ছে। অপর্ণা ছাড়াও যাদব পরিবারের আরও এক আত্মীয় যোগ দেন বিজেপিতে। বিজেপিতে যোগ দিয়ে প্রাক্তন বিধায়ক প্রমোদ গুপ্তা অখিলেশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তোলেন। প্রমোদ গুপ্তা হলেন, মুলায়ম সিংকে অখিলেশ কার্যত বন্ধক করে রেখে দিয়েছেন। তিনি বলেন,' আমাদের নেতা মুলায়ম সিং ও শিবপাল যাদবকে অখিলেশ খুবই প্রতারিত করেছেন। সমাজবাদী বিচারধারাকে সরিয়ে দিয়েছেন। যাঁরা মুলায়মকে গালি দিয়েছেন তাঁদের পার্টিতে নিয়েছেন অখিলেশ।' এদিকে, অপর্ণা যাদব জানিয়েছেন যে, মুলায়ম সিং যাদবের আশির্বাদ তাঁর সঙ্গে রয়েছে। ফলে অপর্ণার প্রচারে মুলায়ম আসবেন কি না, তার প্রসঙ্গে অপর্ণা পরে কথা বলবেন বলে জানিয়েছেন। এরপর মুলায়মের পা ছুঁয়ে অপর্ণার ছবি সোশ্যাল মিডিয়ায় আসতেই তা রাজনৈতিক তাৎপর্যকে বাড়িয়ে দিয়েছে।