সূর্যের প্রখর রশ্মি। ৩৯ ডিগ্রি সেলসিয়াস। তার মধ্যেই এক টানা সূর্যের দিকে তাকিয়ে থাকলেন। শুജধু তাই নয়। একবারও চোখের পাতা ফেললেন না। আর তার মাধ্যমেই রেকর্ড স্থাপন করলেন ৭০ বছর বয়সী এক ব্যক্তি।
কতক্ষণ তাকিয়ে ছিলেন তিনি?
ভানু প্রতাপ সিং নামের ওই ব্যক্তি খালি চোখে টানা ১ ঘণ্টা ২৬ মিনিট সূর্যের দিকে তাকিয়ে ছিলেন। উত্তরপ্রদেশের মথুরার বাসিন্দা তিনি। আর সেই কারণেই ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসের পাতায় স্থান করে নিয়েছেন তিনি। বর্তমানে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিতে চান ভানু প্রতাপ।
সাংবাদিকদের ভানু প্রতাপ সিং বলেন, এটি তাঁর অনুশীলনের অংশ। এর রহস্য লুকিয়ে তাঁর এক অভ্যাসে। তিনি 'ত্রতক' জানেন। এটি একটি ধ্যানের পদ্ধতি। এতে একটি কা🍬লো বিন্দু, মোমবাতির শিখার মতো একক বিন্দুতে তাকিয়ে থাকতে হয়।
গুগলে সার্চ করার পরে, তিনি জানতে পারেন, ভারতে এমন রেকর্ড আছে। তিনি দেখেছেন, সূর্যের দিকে টানা ২০ মিনিট তাকিয়ে থাকার রেকর্ড রয়েছে। তবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে এমন কোনও রেকর্ড নেই। এদিকে তিনি চাইলেই ২০ মিনিটের অনেক বেশি সময় তাকিয়ে থাকতে পারতেন। সেই কারণেই রেকর্ড গড়ার সিদ্ไধান্ত নেন তিনি।
সূর্যের দিকে তাকিয়ে থাকা কতটা বিপদজনক?
সূর্যের অতিবেগুনী (UV) রশ্মি চোখে প্রবেশ করলে, তা চোখের লেন্সের ম༒াধ্যমে এবং চোখের রেটিনায় ফোকাস করে। রেটিনা হল আলো-সংবেদনশীল টিস্যু। এটি চোখের ভিতরের পৃষ্ঠকে আস্তরণ ক𝄹রে।
একবার রেটিনায় শোষিত হয়ে গেলে, UV রশ্মির ফলে ফ্রি রেডিকেল তৈরি হয়। এই ফ্রি রেডিকেল আশেপাশের টিস্যুগুলিকে অক্সিডাইজ করতে শুরু করে। শেষ পর্যন্ত রেটিনার অংশে গুরুতর ক্ষতি করে। একেౠ সোলার বা ফোটিক রেটিনোপ্যাথি বলা হয়।
সূর্যের দিকে সরাসরি তাকানোর কয𝔍়েক সেকেন্ডের মধ্যেই এই ক্ষতি হতে পারে।