US Election 2024 Voting Live Updates: কমলা হ্যারিস নাকি ডোনাল্ড ট্রাম্প? আগামী ২০ জানুয়ারি কার হাতে আমেরিকার ক্ষমতা থাকবে, তা আজ নির্ধারণ করছেন মার্কিন মুলুকের বাসিন্দারা। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের যে নিয়ম, তাতে সরাসরি তাঁরা কমলা বা ট্রাম্পকে ভোট দেবেন না। তবে কমলা বা ট্রাম্পের মধ্যে কে প্রেসিডেন্ট হবেন, সেটার পথ প্রশস্ত হবে সাধারণ মানুষেরই ভোটে। আর সেই মেগা মার্কিন 🌜প্রেসিডেন্ট নির্বাচন, ভোটদান প্রক্রিয়ার লাইভ আপডেট, টাটকা খবর দেখুন হিন্দুস্তান টাইমস বাংলার লাইভ ব্লগে।
US Election 2024 Voting Live Updates: হেরে গেলে সমর্থকদের হিংসা ছড়াতে বারণ করবেন না! কেন বললেন ট্রাম্প?
যদি হেরে যান, তাহলে কি নিজের সমর্থকদের শান্তি বজায় রাখার বার্তা দেবেন? মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মধ্যেই ডোনাল্ড ট্রাম্পকে সেই প্রশꩵ্ন করা হয়েছিল। সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প বলেছেন, 'ওদেরকে আমায় বলতꦰে হবে না যে কোথাও যেন হিংসা না হয়। অবশ্যই কোথাও হিংসা ছড়াবে না। আমার সমর্থকরা হিংসাত্মক লোকজন নন। '
US Election 2024 Voting Live Updates: ‘খুব আত্মবিশ্বাসী লাগছে, লড়াইটা একেবারেই হাড্ডাহাড্ডি নয়’, ভোট দিয়ে বললেন ট্রাম্প
ফ্লোরিডায় ভোট দিলেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের রিপাবলিকান পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। স্ত্রী মেলানিয়া ট্রাম্পের সঙ্গে ভোট দিতে আসেন। আর তারপর তিনি বলেন, 'আমার খুব আত্মবিশ্বাসী লাগছে। আমি শুনতে পাচ্ছি যে আমরা সর্বত্র ভালো করছি। এবারের লড়াইটা একেবারেই꧑ হাড্ডাহাড্ডি হবে না। কিন্তু সেটা ঘোষণা করতে অনেক সময় লাগবে।'
US Election 2024 Voting Live Updates: রাশিয়া থেকে বোমাতঙ্কের ভুয়ো খবর! দাবি জর্জিয়া প্রশাসনের
জর্জিয়ায় যꦅে বোমাতঙ্ক তৈরি হয়েছিল, সেটার উৎস রাশিয়ার বলে দাবি করেছেন প্রশাসনের শীর্ষকর্তা। যদিও তিনি ব্যাখ্যা করেননি যে কীভাবে তাঁরা জানতে পারলেন যে রাশিয়া থেকে সেই বোমাতঙ্কের খবর এসেছে।
US Election 2024 Voting Live Updates: জলহস্তীর ভবিষ্যদ্বাণী!
'মার্কিন প্রেসিডেন্ট পদে ফিরছেন ডোনাল্ড ট্রাম্প', 'ভবিষ্যদ্বাণী' করে ভাইরাল জলহস্তী মু ডেং! মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন শুরু হওয়ার ঠিক আগেই ভবিষ্যদ্বাণী করেছে। (বিস্তারিত পড়ুন এখানে)
US Election 2024 Voting Live Updates: ‘বাড়ির বাইরে বেরিয়ে ভোট দিন’, নির্বাচনের মধ্যেই আর্জি কমলার
সংবাদসংস্থার এএফপির প্রতিবেদন অনুযায়ী, আটলান্টা WVEE-FM-তে কমলা হ্যারিস বলেন যে 'আমাꦗদের এটা করে দেখাতে হবে। আজ ভোটের দিন। মানুষকে বাইরে বেরিꦏয়ে ভোট দিতে হবে। সক্রিয় হতে হবে।'
US Election 2024 Voting Live Updates: ট্রাম্প ও কমলা কখন ভোট দেবেন?
ডেমোক্র্যাট পদপ্রার্থী কমলা হ্যারিস ইতিমধ্যে ভোট দিয়েছেন। মেলের মাধ্যমে নিজের রাজ্য ক্যালিফোর্নিয়ায় ভোট দিয়েছেন ক🦩মলা। অন্যদিকে, ফ্লোরিডায় ভোট দেবেন রিপাবলিকান পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
US Election 2024 Voting Live Updates: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের হাল-হকিকত
ভারতের মতো সহজ নয়। বরং আমেরিকার নির্বাচন প্রক্রিয়া বেশ জটিল। সরাসরি প্রেসিডেন্ট পদপ্রার্থীকে ভোট দেন না সাধারণ মানুষ। বরং ইলেক্টোরাল কলেজের মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচিত হয়। আর সেই কারণেই কম ভোট পেয়েও আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার নজির আছে। আমেরিকার নির্বাচনের পুরো বিষয়টা সহজে বুঝে নিন, কখন ফলাফল আসবে, কী হবে, সব দেখে নিন (ক্লিক করুন)
US Election 2024 Voting Live Updates: বোমা আছে! হুমকির জেরে ২টি কেন্দ্রে ব্যাহত ভোটগ্রহণ
সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, ফুলটন কাউন্টির নির্বাচন অধিকর্তা জানিয়েছেন, বোমার হুমকি দেওয়া হয়েছিল। তার জেরে দুটি ভোটকেন্দ্রে কিছুক্ষণের জন্য ব্যাহত হয় ভোটদান প্রক্রিয়া। সেখানে ফের ভোটগ্রহণ প্রক্র🍌িয়া শুরু হয়েছে। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
US Election 2024 Voting Live Updates: ‘ইতিহাস তৈরি করতে চাই’, কমলাকে ভোট দিতে লাইন ভোরেই
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, লাস ভেগাসে ভোর পাঁচটা থেকে ভোটের লাꦑইনে দাঁড়িয়ে ছিলেন দুই তরুণী। তাঁরা প্রথমবার ভোট দিয়েছেন। তাঁরা জানান, ভোট দিয়ে কাজে যেতে হবে। কিন্তু তাঁরা ইতিহাস তৈরি করতে চান। তাঁরা কমলা হ্যারিসকে ভোট দেবেন বলে জানান।
US Election 2024 Voting Live Updates: কমলা ও ট্রাম্পের মধ্যে টাই হলে কী হবে?
কমলা হ্যারিস বা ডোনাল্ড ট্রাম্পের মধ্যে যদি ‘টাই’ হয়, তাহলে কী হবে? ভারতের মতো জোট করে সরকার গঠনের ব্যাপার নেই। সেখানে অন্যভাবে প্রেসিডেন্ট বেছে নেওয়া হয়, কীভাবে হয়? (পুরোটা পড়ে নিন এখানে)
US Election 2024 Voting Live Updates: মিশিগানও সুইং স্টেট
মিশিগানে ইলেকটোরাল কলেজ হল ১৫। একটা সময় মিশিগানকে ডেমোক্র্যাটিকদের ♋জন্য 'নীল প্রাচীর' বলা ♔হত। কিন্তু ২০১৬ সালে ডোনাল্ড ট্রাম্পের দিকে ঝুঁকেছিল। ২০২০ সালেই অবশ্য ডেমোক্র্যাটের দিকে চলে এসেছিল। যদিও এবার কে বাজিমাত করবেন, তা স্পষ্ট নয়। আপাতত কমলা হ্যারিস এবং ডোনাল্ড ট্রাম্প দু'জনেই ৪৭ শতাংশে আছেন।
US Election 2024 Voting Live Updates: জর্জিয়ার সুইংয়ে কে বাজিমাত করবেন?
জর্জিয়ায় ইলেকটোরাল কলেজের সংখ্যা হল ১৬। সাধারণত রিপাবলিকানদের দিকে ঝু♚ঁকে থাকত জর্জিয়া। কিন্তু ২০২০ সালে অন্য পথে হেঁটেছিল জর্জিয়া। সেখানে জিতেছিলেন জো বাইডেন। যা ১৯৯২ সাল থেকে জর্জিয়ায় ডেমোক্র্যাটিকের প্রথম জয় ছিল। সাম্প꧑্রতিক সমীক্ষা অনুযায়ী, কমলা হ্যারিস এবং ডোনাল্ড ট্রাম্প দু'জনেই ৪৮ শতাংশে আছেন।
US Election 2024 Voting Live Updates: ভারতীয় বংশোদ্ভূত স্ত্রীকে নিয়ে ভোট দলেন ট্রাম্পের ‘রানিং-মেট’
ওহিয়োয় ভোট দিলেন ডোনাল্ড ট্রাম্পের 'রানিং মেট' জেডি ভ্যান্স। রিপাবলিকান ভাইস-প্রেসিডেন্ট পদপ্রার্থী সিনসিনাটিতে স্ত্রী উষা চিলুকুরি এবং সন্তানদের সঙ্গে ভোট দেন। ভোট দেওয়ার পরে তিনি বলেন, আমার ভালো লাগছে। হ্যাঁ, যতক্ষণ না চূড়ান্ত ফলাফল আসছে, ততক্ষণ নিজের ভবিষ্যৎ জানতে পারবেন। তবে আমার বেশ ভালো লাগছে। উল্লেখ্য, ভ্যান্সের স্ত্রী উষা চিলুকুরি হলেন ভারতীয় বংশোদ্ভূত। চিলুকুরি পরিবার আদতে অন্ধ্রপ্রদেশের বাসিন্দা হলেও ক্যালিফোর্নিয়ার সান দিয়েগ𝄹োয় বড় হয়েছেন উষা।
US Election 2024 Voting Live Updates: ৭ সুইং রাজ্যেই ভোটগ্রহণ শুরু, ঠিক হবে আমেরিকার প্রেসিডেন্ট
অ্যা🐼রিজোনা, জর্জিয়া, মিশিগান, নেভাদা, পেনসিলভানিয়া এবং উইসকনসিন - সাতটি সুইং রাজ্যেই ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। সমীক্ষা অনুযায়ী, এই সাতটি রাজ্যেই কমলা হ্যারিস এবং ডোনাল্ড ট্রাম্পে🅺র মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। আর ওই সাতটি রাজ্যের উপরই নির্ভর করবে যে কার হাতে উঠবে আমেরিকা?
US Election 2024 Voting Live Updates: ভারতের মতো হয় না, আমেরিকায় ফল জানতে লাগতে পারে কয়েকদিন
ভারতে যেমন লোকসভা নির্বাচনে দিনের দিনই ফলাফল চলে আসে, সেটা আমেরিকায় হয় না। বরং সমীক্ষায় যা ইঙ্গিত মিলেছে, সেটার মতো🏅ই যদি হাড্ডাহাড্ডি লড়াই হয়, তাহলে ফলাফলের জন্য কয়েকদিন পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। যা আরও উত্তেজনা বাড়িয়েছে।
US Election 2024 Voting Live Updates: ‘কখনও ভাবিনি যে প্রেসিডেন্ট নির্বাচনে কৃষ্ণাঙ্গ মহিলাকে ভোট দিতে পারব’
সংবাদসংস্থা এপির প্রতিবেদন অনুযায়ী, হুইলচেয়ারে করে পেনসিলভানিয়ায় ভোট দিতে এসেছেন ৭৪ বছরের এক কৃষ্ণাঙ্গ মহিলা। বৃদ্ধা ꦜজানিয়েছেন, 🏅তাঁর শরীর ভালো নেই। কিন্তু কমলা হ্যারিসের জন্য ভোট দিতে এসেছেন। তিনি কোনও ভাবেননি যে প্রেসিডেন্ট নির্বাচনে কখনও কোনও কৃষ্ণাঙ্গ মহিলাকে ভোট দিতে পারবেন। তাঁর কথায়, 'এক মহিলা, স্রেফ একজন মহিলা নন, একজন কৃষ্ণাঙ্গ মহিলাকে (প্রেসিডেন্ট নির্বাচনে) দেখে গর্ববোধ হচ্ছে। আমি গর্বিত।'
US Election 2024 Voting Live Updates: ট্রাম্প নাকি হ্যারিস? কাকে চান জয়শংকর?
ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর বলেছেন, ‘গত পাঁচ দফায় যাঁরা প্রেসিডেন্ট ছিলেন, তাঁদের সকলের সময়ই আমেরিকার সঙ্গে আমাদের সম্পর্কের লাগাতার উন্নতি হয়েছে।🌊 তার মধ্যে একবার ট্রাম্পও প্রেসিডেন্ট ছিলেন। তাই আমেরিকার নির্বাচনের ক্ষেত্রে🌳 আমরা বলতে পারি যে জনমত যে দিকেই যাক না কেন, আমেরিকার সঙ্গে আমাদের সম্পর্ক ক্রমশ ভালো হবে।’
US Election 2024 Voting Live Updates: 'সুইং স্টেট' অ্যারিজোনার ইতিবৃত্ত (১১ ইলেকটোরাল কলেজ)
২০০০ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত রিপাবলিকানদের পক্ষে থেকেছ অ্যারিজোনা। কিন্তু ২๊০২০ সালে ডোনাল্ড ট্রাম্পের পাশে দাঁড়াননি অ্যারিজোনার মানুষ। ২০২০ সালে অল্প ব্যবধানে সেখ๊ানে বাজিমাত করেছিলেন জো বাইডেন। সাম্প্রতিক সমীক্ষায় অ্যারিজোনায় সামান্য এগিয়ে আছেন কমলা হ্যারিস (৪৯ শতাংশ)। ট্রাম্প কিছুটা পিছিয়ে আছেন (৪৫ শতাংশ)। সেখানে প্রচুর হিসপ্যানিক মানুষের বাস। তাঁদের ভোট নির্ণায়ক হতে পারে।
US Election 2024 Voting Live Updates: আমেরিকার কোন ৭টি রাজ্য ‘সুইং স্টেট’?
এবার মার্কিন প্রেস🌊িডেন্ট নির্বাচনে সাতটি 'সুইং' রাজ্য আছে - অ্যারিজোনা, জর্জিয়া, মিশিগান, নেভাদা, নর্থ ক্যারোলিনা, পেনসিলভানিয়া এবং উইসকনসিন। ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ছ'টি রাজ্যেই (অ্যারিজোনা, জর্জিয়া, মিশিগান, নেভাদা, পেনসিলভানিয়া এবং উইসকনসিন) জিতেছিলেন জো বাইডেন। একটি রাজ্যে (নর্থ ক্যারোলিনা) জিতেছিলেন ট্রামღ্প। ২০১৬ সালের নির্বাচনে আবার ছ'টি রাজ্যে ট্রাম্প জিতেছিলেন। শুধুমাত্র নেভাদায় জিতেছিলেন হিলারি ক্লিন্টন।
US Election 2024 Voting Live Updates: কখন থেকে ভোটদান প্রক্রিয়া শুরু হয়েছে আমেরিকায়?
মঙ্গলবার একাধিক রাজ্যে ভোটকেন্দ্র থেকে খুলে গিয়েছে সকাল ছ'টা থেকে (স্থানীয় সময় অনুযায়ী)। মোটামুটি সকাল আটটার মধ্যে (স্থানীয় সময় অনুযায়ী) ভোটদান প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে। ইস্টার্ন টাইমে সকাল ৬ টা হল ভারতীয় সময় অনুযায়ী বিকেল ৪ টে ৩০ মিনিট। আর প্যাসিফিক টাইমের সকাল ৬ টা মানে ভারতে সন্ধ্যা ৭ টা ৩০ মি🐼নিট। স্থানীয় সময় অনুযায়ী, রাত আটটা পর্যন্ত ভোটপ্রক্রিয়া চলবে। অর্থাৎ ভারতীয় সময় অনুযায়ী, বুধবার সকালের দিকে ভোটপ্রᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚক্রিয়া শেষ হবে।
US Election 2024 Voting Live Updates: ইতিহাস তৈরি করবেন কমলা হ্যারিস?
কমলা হ্যারিস যদি জেতেন, তাহলে আমেরিকায় ইতিহাস তৈরি হবে। আমেরিকা✱র ইতিহাসে কখনও কোনও মহিলা প্রেসিডেন্ট হননি। কমলা সেই ইতিহাস তৈরির মুখে দাঁড়িয়ে আছেন। আর তিনি যদি প্রেসিডেন্ট হন, তাহলে মহিলারা ভোটাধিকার পাওয়ার পরে ১০৪ বছরে পরে সেই নজির তৈরি হবে।
US Election 2024 Voting Live Updates: কমলা নাকি ট্রাম্প? আমেরিকার নয়া প্রেসিডেন্ট কে? ভোটদান শুরু
কমলা হ্যারিস নাকি ডোনাল্ড ট্রাম্প? আগামী ২০ জানুয়ারি কার হাতে আমেরিকার ক্ষমতা থাকবে, তা আজ ন⛎ির্ধারণ করছেন মার্কিন মুলুকের বাসিন্দারা। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের যে নিয়ম, তাতে সরাসরি তাঁরা কমলা বা ট্রাম্পকে ভোট দেবেন না। তবে কমলা বা ট্রাম্পের মধ্যে কে প্রেসিডেন্ট হবেন, সেটার পথ প্রশস্ত হবে সাধারণ মানুষেরই ভোটে। আর সেই মেগা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন, ভোটদান প্রক্রিয়ার লাইভ আপডেট, টাটকা খবর দেখুন হিনౠ্দুস্তান টাইমস বাংলার লাইভ ব্লগে।