বুধবার ট্রাম্পের মুখে ফের শোনা গেল ইন্দো-পাক উত্তেজনা নিয়ে নতুন কথা। এই দিন সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ভারত-পাকের এই অশান্তি ভয়ানক। তিনি বস্তুত দুই পক্ষেই আছেন। দুই দেশের সঙ্গেই তাঁর ভালো সম্পর্ক। সংবাদমাধ্যম এএফপি-র প্রতিবেদন অনুযায়ী, তিনি চান দুই দেশ যেন এই অশান্তি মিটিয়ে নেয়। পাশাপাশি এই দিন ট্রাম্পের মুখে শোনা যায়, ‘টিট ফর ট্যাট’ প্রবাদটি। অর্থাৎ পাকিস্তানের পহেলগাঁও হামলার বদলা ভারত নেওয়া হয়ে গিয়েছে। কথার ইঙ্গিতে বুঝিয়ে দিতে চান, এবার আর অশান্তি না করাই ভালো!
আরও পড়ুন - ‘পৃথিবী কাঁঁপবে’! ভারত-পাক অশান্তি নিয়ে মন্তব্যের দিনই বড় ইঙ্গিত দিলেন ট্রাম্প
২৪ ঘণ্টায় কী কী বললেন ট্রাম্প
প্রসঙ্গত, ভারত-পাক অশান্তি নিয়ে নিয়ে নানা সময় নানারককম কথা শোনা গেল মার্কিন প্রেসিডেন্টের মুখে। বুধবার মধ্য রাতে ভারতীয় সেনা অপারেশন সিঁদুর প্রত্যাঘাত করে পাকিস্তানের নয় জঙ্গি ঘাঁটিতে। যে সময় এই ঘটনা ঘটে, তখন মার্কিন যুক্তরাষ্ট্রে বিকেল। ঘটনাটি শোনার পর রয়টার্সের কাছে তাঁর প্রাথমিক প্রতিক্রিয়া ছিল, ভারতীয় সেনার এই কাজ বেশ ‘লজ্জাজনক’। পরে ওই দিনই একটি সংবাদ সম্মেলনে ভারত-পাক উত্তেজনা নিয়ে বিশদে মুখ খোলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ভারত আর পাকিস্তান দীর্ঘদিন ধরেই লড়াই চলছে। আশা করা যায়, খুব দ্রুত এটি শেষ হবে। মঙ্গলবার এই কথা বলার পর বুধবারও প্রায়ই এক বার্তা দিলেন ডোনাল্ড ট্রাম্প।
আরও পড়ুন - ‘লোকজন জানত যে কিছু একটা হবে’, ভারত পাকের জঙ্গি শিবির ধ্বংস করতেই বললেন ট্রাম্প
পহেলগাঁও হামলার দিন যা বলেছিলেন
ট্রাম্পের পোস্ট
প্রসঙ্গত, পহেলগাঁও হামলার পর ট্রাম্পের অবস্থান ছিল কিছুটা ভিন্ন। ২২ এপ্রিল জঙ্গি হামলার পর ওই দিনই রাত সাড়ে দশটা নাগাদ সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশালে একটি পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে তিনি লেখেন, কাশ্মীরের ঘটনাটি তাঁকে নাড়া দিয়েছে। ভারতের সন্ত্রাসবিরোধী অবস্থানে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ সমর্থন রয়েছে। মোদী ও ভারতবাসীর প্রতি তিনি পূর্ণ সমর্থন জানান। একই সঙ্গে জানান সহানুভূতিও।
বিদেশমন্ত্রকের মুখপাত্রের পোস্ট
ওই দিনই গভীর রাতে বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, মোদীকে ফোন করে খোঁজখবর নিয়েছেন ট্রাম্প। কিন্তু অপারেশন সিঁদুরের পর থেকেই ট্রাম্প দুই দেশের উত্তেজনা মিটিয়ে ফেলার বিষয়ে জোর দিচ্ছেন।