বিদায়বেলায় নিজের কথা নিজেই রাখতে পারলেন না জো বাইডেন। ⭕মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তাঁর হাতে যে ক্ষমতা আছে, সেটা ব্যবহার করে ছেলে হান্টারকে ‘মাফ’ করে দিলেন। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট যদি ছেলেকে ক্ষমা না করতেন, তাহলে হান্টারের জেলও হতে পারত। আর সেই বিষয়টি নিয়ে বাইডেন দাবি করেছেন যে তাঁর ছেলে ক🉐য়েকটি দোষ করেছেন। কিন্তু রাজনৈতিক কারণে হান্টারের সঙ্গে আলাদা আচরণ করা হয়েছে। তাঁকে দমিয়ে দিতে হান্টারকে ‘টার্গেট’ করা হয়েছিল বলেও অভিযোগ করেন বাইডেন। সেইসঙ্গে তিনি বলেন, 'আশা করছি, আমেরিকানরা বুঝতে পারবেন যে একজন বাবা ও প্রেসিডেন্ট হিসেবে কেন সেই সিদান্তে (ছেলেকে মাফ করার) উপনীত হচ্ছি আমি।'
কিন্তু বাইডেনের ছেলের বিরুদ্ধে কী কী মামলা আছে?
যে দুটি মামলায় বাইডেনের ছেলে বিপাকে পড়েছিলেন, সেই দুটিই হান্টারের ‘পূর্ববর্তী’ জীবনের ছিল। একটা সময় ♋মাদক এবং মদের প্রতি আসক্ত ছিলেন বাইডেনের ছেলে। পরবর্তীতে সেই জীবন থেকে বেরিয়ে আসতে পেরেছিলেন। মার্কিন প্রেসিডেন্টের কুর্সিতে বাইডেন বসার আগেই সেই সমস্যা কাটিয়ে উঠতে পেরেছিলেন হান্টার। তবে ‘পূর্ববর্তী’ জীবনের দুটি মামলার ভার বহন করতে হচ্ছিল তাঁকে।
১) ২০১৮ সালে বন্দুক কেনার সময় সরকারি 🧔ফর্মে মিথ্যে বলার জন্য গত জুনেই বাইডেনের ছেলেকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। দাবি করা হয়েছিল, বন্দুক কেনার সময় হান্টার বলেছিলেন যে তিনি মাদক ব্যবহার করেন না।
২) আর সেই ঘটনার (দোষী সাব্যস্ত হওয়ার পরে) কয়েক মাস পরেই কর সংক্রান্ত মামলায় নিজের দোষ স্বীকার করে নিয়েছিলেনꦏ হান্টার। সরকারি আইনজীবী দাবি করেছিলেন যে কর আইন লঙ্ঘন করে বিলাসবহুল জীবনযাপন করতেন হান্টার। স্ট্রিপার, বিলাসবহুল হোটেলে টাকা ওড়াতেন। সরকারি আইনজীবীর কথায়, ‘সংক্ষেপে বলতে গেলে কর দেওয়া ছাড়া সবকিছু করতেন।’
‘অন্যতম প্রতিভাবান ও শালীন পুরুষ’, ছেলেকে সার্টিফিকেট বাইডেনকে
সেই দুটি মামলা চললেও বাইডেন একটা সময় দাবি করেছিলেন যে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নিজের বিশেষ ক্ষমতা প্রয়োগ করে ছেলেকে মাফ করবেন না। তিনি বলেছিলেন, 'আমার ছেলে হান্টারকে নিয়ে আমি অত্যন্ত গর্বিত। ও নেশা কাটিয়ে উঠ♉েছে। আমি যাদের চিনি, তাদের মধ্যে ও অন্যতম প্রতিভাবান এবং শালীন পুরুষ। আমি বিচারকের সিদ্ধান্ত মেনে চলব। আমি সেটাই করব এবং আমি ওকে মাফ করব না।' এমনকী ৮ নভেম্বরও হোয়াইট হাউসের প্রেস সচিব জানিয়েছিলেন যে ছেলেকে মাফ করবেন না বাইডেন।
আরও পড়ুন: Capitol ✃Hill UFO: ক্যাপিটল ꧅হিলের আকাশে রহস্যময় আলো! ফের মার্কিন মুলুকে UFO দর্শনের দাবি
কিন্তু মার্কিন প্রেসিডেন্ট পদ থেকে বিদায় নেওয়ার মাসদেড়েক আগে নিজের অব♌স্থান পালটে ফেললেন বাইডেন। আর যে ডিসেম্বরে তিনি ঘোষণা করলেন, সেই মাসেই ক্যালিফোর্নিয়া এবং ডেলাওয়ারে হান্টারের শাস্তি ঘোষণা করার কথা ছিল। যাঁদের মনোনীত করেছিলেন নব-নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই পরিস্থিতিতে হান্টারের জেল হতে পারে বলে অনেকে আশ✅ঙ্কা প্রকাশ করেছিলেন।
বাইডেনই প্রথম মার্কিন প্রেসিডেন্ট নন!
আর সেই আশঙ্কার মধ্যেই বাইডেন যে সিদ্ধান্ত নিলেন, সেটা প্রথম নয়। অতীতেও মার্কিন প্রেসিডেন্টরা স🥂েই বিশেষ ক্ষমতা প্রয়োগ করেছেন। নিজের ছেলের শ্বশুর-সহ আরও কয়েকজনকে মাফ করে দিয়েছিলেন বাইডেনের প💝ূর্বসূরি ট্রাম্প। আবার দু'জনকে মাফ করে দিয়েছিলেন বিল ক্লিন্টন।