এই বছরের নভেম্বরেই অনুষ্ঠিত হতে চলেছে পরবর্তী মার্কিন রাষ্ট্রপতি নির্বাচন। সেই নির্বাচনে রিপাবলিকানদের তরফ থেকে প্রার্থী হওয়ার দৌড়ে ক্রমশ পিছিয়ে পড়ছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন রাজনীতিবিদ নিকি হ্যালি। তাও তিনি হাল ছাড়ছেন না। তবে গতকালই নিজের ঘরেও লজ্জাজনক হারের মুখোমুখি হলেন নিকি। জানা গিয়েছে, দক্ষিণ ক্যারোলিনায় প্রাইমারিতেও নিকি হ্যালিকে হারালেন ডোনল্ড ট্রাম্প। উল্লেখ্য, এককালে এই প্রদেশের গভর্নর ছিলেন নিকি। তাই এই প্রদেশই তাঁর 'ঘর'। তবে নিজের ঘরের মাঠেও ট্রাম্পের কাছে হারতে হল তাঁকে। তা সত্ত্বেও লড়াইয়ের ময়দান ছাড়ছেন না নিকি। উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রের দুই বড় রাজনীতিক দল রিপাবলিকান এবং ডেমোক্র্যাটরা প্রেসিডেন্ট নির্বাচনে নিজেদের প্রার্থী ঠিক করতে প্রাইমারি অনুষ্ঠিত করে থাকে। দলীয় প্রাইমারিতে জিতলে পরে মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনের পদপ্রার্থী হওয়া যায়। রিপাবলিকানদের তরফ থেকে এই প্রাইমারিতে আপাতত একে অপরের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন নিকি এবং ট্রাম্প। তবে ট্রাম্পের থেকে অনেকটাই পিছিয়ে আছেন নিকি। (আরও পড়ুন: 'ফাঁক গꦏলে রেহাই মিলবে না', লোকসভা𓃲 ভোটের আগে আমলা বদলি নিয়ে কড়া নির্বাচন কমিশন)