উত্তরাখণ্ডের বিজেপি বিধায়ক সহ ৬০ জন আটকে 🀅পড়লেন রোপওয়েতে। প্রায় ৪৫ মিনিট ধরে রোপওয়ে মাঝ আকাশে স্তব্ধ থাকার পর ফের চলাচল শুরু করে। সদ্য হিমাচল প্রদেশ ও তার আগে দেওঘরে রোপওয়ে দুর্ঘটনা দেশে সাড়া ফেলে দেয়। এরপর নতুন করে উত্তরাখণ্ডের ঘটনা ত্রাসের সঞ্চার করে।
উত্তরাখণ্ডের তেহরিতে সুরকানা দেবী মন্দিরের রোপওয়েতে এদিন বিকল হওয়ার ঘটনা ঘটে যায়। যদিও পরে সকলকে নিরাপদে বের করে আনে প্রশাসন। তেহরি গারওয়ালের এসএসপি নবনীত ভুল্লার জানিয়েছেন, ‘সমস্ত যাত্রীরা নিরাপদে বেরিয়ে এসেছেন। রোপওয়েও এখন স্বাভাবিকভাবে চলছে। আর কেউ আটকে নেই। ’ এদিকে ঘটনা নিয়ে মুখ খোলেন বিজেপি বিধায়ক কিশোর উপাধ্যায়। উল্লেখ্য, এই বিজেপি বিধায়কই আটকে পড়েছিলেন রোপওয়েতে। কিশোর উপাধ্যায় বলেন, ‘ আমরা কারোর জীবন নিয়েই এভাবে ছিনিমিনি খেলতে পারিনা। আমি এই বিষয়ে সংশ্লিষ্ট বিভাগ ও রোপোওয়ে অথরিটির সঙ্গে কথা বলব।’ Vide🍌o: জল পেয়েই লাফিয়ে ঝাঁপিয়ে শুরু দাপাদাপি! 'বাঘের বাচ্চা'-দের কাণ্ড🧸 ভাইরাল
উল্লেখ্য, এর আগে এপ্রিল মাসে দেওঘরের রোপওয়ে দুর্ঘটনা ঘটে যায়। সেই ঘটনায় ১৬ ঘণ্টা টানা রোপওয়েতে ✨আটকে ছিলেন ৪০ জন যাত্রী। মে মাসের আরও একটি ঘটনায় মধ্যপ্রদেশের সাতনায় এমনই একটি রোপওয়ে বিভ্রাটের ঘটনা ঘটে।