বাংলা নিউজ > ঘরে বাইরে > Indigo Flight Emergency Landing: জরুরি অবতরণ ইন্ডিগোর বিমানের, উড়ানে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী! চূড়ান্ত হয়রানি যাত্রীদের
লখনউ থেকে বারাণসীর উদ্দেশে উড়ে গিয়েছিল ইন্ডিগোর বিমানটি। তবে আকাশে ওড়ার মাত্র ২০ মিনিটেই জরুরি অবতরণ করতে হয় সেটিকে। ঘটনাটি ঘটে গতকাল। জানা গিয়েছে উড়ানে ছিলেন এক কেন্দ্রীয় মন্ত্রী। রিপোর্ট অনুযায়ী, বারাণসীগামী উড়ানটি পরিচালনা করা হচ্ছিল একটি 'এটিআর' বিমানের মাধ্যমে। উড়ান সংখ্যা ৬ই ৭৭৪১ লখনউয়ের মাটি ছাড়ে বুধবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে। নির্ধারিত সময় থেকে ততক্ষণে ২৫ মিনিট দেরিতে চলছিল বিানটি। আকাশে ওড়ার ২০ মিনিট পরই আবার সেই বিমানটি ফিরে যায় লখনউ বিমানবন্দরেই। জরুরি অবতরণ করে বিমানটি। ঘটনায় কোনও যাত্রী আহত হননি বলে জানা গিয়েছে। (আরও পড়ুন: ♈নিয়ন্ত্রণহীন ভাবে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ চন্দ্রযানের যন্ত্রাংশের! এবার কী হবে?)