আগামী ২২ জানুয়ারি রাম মন্দিরের অভিষেক অনুষ্ঠানকে কেন্দ্র করে অধীর আগ্রহে রয়েছে গোটা দেশ। বিশিষ্ট মানুষ থেকে শুরু করে বড় বড় নেতা-মন্ত্রীরা উপস্থিত থাকবেন রাম মন্দির উদ্বোধনের এই অনুষ্ঠানে। সেখানে উপস্থিত থাকবেন ৯৬ বছর বয়সি প্রবীণ বিজেপি নেতা লাল কৃষ্ণ আডবানি। বিশ্ব হিন্দু পরিষদের আন্তর্জাতিক কার্যনির্বাহী সভাপতি অলোক কুমার জানিয়েছেন, লাল ক🅰ৃষ্ণ আডবানি ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্টা অনুষ্ঠানে যোগ দেবেন। অলোক কুমারের মতে, বয়সের কারণ প্রাক্তন উপ প্রধানমন্ত্রী সমস্ত অনুষ্ঠানে যোগ দিতে পারবেন না। তবে তিনি ২২ জানুয়ারির অনুষ্ঠানে যোগ দেবেন।
আরও পড়ুন: উদ্বো🐎ধনের বাকি আর ক'দিন, স্থাপিত হল রাম মন্দি💜রের প্রথম স্বর্ণদ্বার, বাকি আর ১৩
অলোক কুমার বলেছেন, ‘আমরা খুশি যে ৯৬ বছর বয়সি নেতা অসুস্থ থাকা সত্ত্বেও আমন্ত্রণ গ্রহণ করেছেন।’ তাঁর জন্য চিকিৎসার সব রকম ব্যবস্থা রাখা হবে বলে তিনি জানিয়েছেন। এর আগে প্রাক্তন বিজেপি সাংসদ এবং রাম মন্দির আন্দোলনে অংশগ্রহণকারী রাম বিলাস বেদান্তি লালকৃষ্ণ আডবানিকে অভিষেক অনুষ্ঠানে আনার জন্য উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ব্যবস্থা🌌 করতে অনুরোধ করেছিলেন ।রামবিলাস বেদান্তী বলেছিলেন, রামমন্দির আন্দোলনে আডবানির একটি বড় অবদান ছিল। তাঁর নিজের চোখে রমন্দিরের উদ্বোধন 🦂হওয়া দেখা উচিত। তাঁকে গর্ভগৃহে আনার ব্যবস্থা করা উচিত।
এছাড়াও, রাম মন্দির ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই জানিয়েছিলেন, বিজেপির প্রবীণ নেতা এলকে আডবানি এবং মুরলী মনোহর যোশী বয়সজনিত সমস্য🌠ার সম্মুখীন হচ্ছেন। রাম মন্দিরের অভিষেক অনুষ্ঠানে অংশ নেবেন না। চম্🍌পত রাই এই দুই নেতা সম্পর্কে বলেছিলেন, যে তাঁরা পরিবারের প্রবীণ সদস্য। তাদের স্বাস্থ্যের কথা বিবেচনা করে এখানে না আসার জন্য অনুরোধ করা হয়েছিল। যা তারা মেনে নিয়েছিলেন। পরে অবশ্য আডবানিকে আসার জন্য অনুরোধ করা হয়েছিল।