সুকুমার রায় কবিতায় লিখেছিলেন, ছিল রুমাল হয়ে গেল বেড়াল। ঠিক একইভাবে অদ্ভুত কাণ্ড ঘটেছে ইংল্যান্ডে। সেখানে, ছিল ছুরি আর হয়ে গিয়েছে হ্যারি পটারের জাদুদণ্ড! কীভাবে? দুষ্কৃতি কীভাবে পুলিশের সামনেই ছুরিটাকে জাদুদণ্ড বানিয়ে দিতে পারে। এ তো ম্যাজিশিয়ান দ🐻ুষ্কৃতি।
সম্প্রতি, ইংল্যান্ডের একটি হোটেলে ঘটেছে ঘটনাটি। এক ব্যক্তিকে লিফটের কাছে ছুরির মতো এক বস্তু হয়ে ঘুরে বেড়াতে দেখে আতঙ্কের সৃষ্♏টি হয়। হোটেলের কর্মীরা সতর্ক হয়ে যথারীতি পুলিশকে খবর দেন। পুলিশও যখন তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছোয়, লোকটির জিনিসপত্র তল্লাশি করে, তখন তাঁরা জানতে প𝄹ারেন যে ওই ব্যক্তি আসলে হ্যারি পটারের একজন বড় ভক্ত। আর তাঁর হাতের ওই ছুরির মতো দেখতে যে জিনিসটি ছিল তা আসলে হ্যারি পটারের জাদুদণ্ড।
বিবিসি'র প্রতিবেদনে বলা হয়েছে , 'এন্ডারবি' শহরের পুলিশ ফেসবুক পেজের মাধ্যমে এই ঘটনার কথা জানিয়েছে। পুলিশের পক্ষ থেকে একজন অফিসার লিখেছেন, 'লিফটের কাছে একজন ব্যক্তিকে 'বড় ছুরি' হাতে দেখা গিয়েছে। এমন খবর পেয়ে আমি, বেশ কয়েকজন অফিসারের সঙ্গে, আজ সকালে এন্ডারবিতে একটি বড় হোটেলে অভিযান চালাই। লোকটি রুমে ঢোকার সঙ্গে সঙ্গেই তাঁকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের পর আমরা জানতে পারি যে তিনি হ্যারি পটারের একজন বিশাল ভক্ত। আর ছুরিটি আসলে ছিল হ্যারি পটারের দণ্ড। এতে হোটেলে উপস্থি🔯ত কোনও ব্যক্তিই ক্ষতিগ্রস্থ হননি।'
পুলিশের এই ফেসবুক পোস্টের পর অনলাইনে ജতো মেমের বন্যা বইছে, হাসির রোল উঠেছে। একজন ব্যবহারকারী লিখেছেন, 'এই ঘটনা হ্যারি পটারের জ🀅ন্য অনেক সুযোগ নষ্ট করেছে'। পুলিশের এই পোস্টকে প্রশ্ন করে আরেকজন লিখেছেন, 'আপনি কি সিরিয়াস, সত্যিই এমনটি ঘটেছে'? তৃতীয় একজন ব্যবহারকারী লিখেছেন, 'ভবিষ্যতে যখন আমি আমার জাদুদণ্ড নিয়ে বের হব তখন আমাকে আরও সতর্ক হতে হবে।'
উল্লেখ্য, রাউলিংয়ের ইংরেজিতে লেখা একটি খুব বিখ্যাত উপন্যাস হল হ্যারি পটার। এটি একবিংশ শতাব্দ🐭ীর সবচেয়ে জনপ্রিয় ফ্যান্টাসি উপন্যাস হিসেবেও বিবেচিত হয়েছে। এই উপন্যাসের গল্প একটি জাদুকরী বিশ্বের বর্ণনা করে। ২০০০ থেকে ২০১০ সালের মধ্যে, এই বইটির উপর ভিত্তি করে অনেকগুলি সিনেমায় তৈরি করা হয়েছিল, যেখানে হ্যারি পটারের চরিত্রে একটি𒊎 বিশেষ জাদুদণ্ডের ব্যবহার করা হয়েছিল। এই জাদুদণ্ডটি অনেক অলৌকিক কাজ করতে পারে। এমনকি বেশ কয়েকটি অনুষ্ঠানে দুষ্ট জাদুকরদের হাত থেকে হ্যারি পটারের জীবনও বাঁচিয়েছিল এই বিশেষ জাদুদণ্ড।