মস্কোয় নর্দমার পাইপ ফেটে বিপত্তি। সোশ্যাল মিডিয়ায় ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে ইতিমধ্যেই। দাবি করা হচ্ছে, বহুতলের মতো উঁচ্চতায় পৌঁছে যায় এই 'নোংরা জলের ফোয়ারা'। ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রকের প্রাক্তন উপদেষ্টা অ্যান্টন গেরাশচেঙ্কো এই ঘটনা নিয়ে পোস্ট করেন সোশ্যায় মিডিয়ায়। তাঁর কথায়, 'মস্কো টেলিগ্রাম চ্যানেল রিপোর্ট করেছে যে মস্কোর নিকাশী ব্যবস্থা ভেঙে পড়েছে। মস্কোর একটি জেলায় একটি আবাসিক ভবনের উচ্চতার একটি 'ফোয়ারা' দেখা যায়। সত্যিকার অর্থেই এটি একটি শিট শো।' (আরও পড়ুন: ১৫ দিনে ৪০০ উড়ানে বোমাতঙ্ক, ন🐼িরাপত্তা আ💝ধিকারিক নিয়োগে কেন্দ্র কি 'ঘুমাচ্ছে'?)
আরও পড়ুন: পরপর ছুটি সরকারি কর্মীদে💝র, তবে ধনতেরাসে কি বন্ধ ব্যাঙ্ক? মুহূরত ট্রেডিং কবে?
এদিকে এই ঘটনা প্রসঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি গ্যাজপ্রম জানিয়েছে, গ্যাস পাইপলাইনের নতুন একটি অংশ পরিষ্কার করার সময়ই নাকি ঘটনাটি ঘটেছিল। তবে এখন নাকি পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এদিকে দ্য মিরর-এ দাবি করা হয়েছে, আশেপাশের আবাসিক ভবনগুলির খুব কাছ দিয়ে আকাশে উড়ছিল 'নোংরা জল'। তবে তাতে 'মল-মূত্র' মেশানো ছিল কি না, তা স্পষ্ট করে উল্লেখ করা হয়নি রিপোর্টে। মস্কোর নোভায়া মোস্কভা জেলায় এই ঘটনা ঘটেছে বলে দাবি করা হয় রিপোর্টে। (আরও পড়ুন: LAC থেকে সেনা সরানোর কাজ প্রায় শেষ, চিন কথা রেখেছে কি না, জানবে কীভা🎶বে ভারত?)