খেয়েদেয়ে স্কুলে আসা। এত ঝক্কি। তাই ক্লাসেই একটু সুখনিদ্রা দিচ্ছিলেন শিক্ষিকা। মাথার পিছনে হাতপাখা নিয়ে হাওয়া করছে এক অনুগত পড়ুয়া। কিন্তু শান্তিতে একটু জিরিয়ে নেওয়ারও জো নেই। ভিডিয়ো তুলে নিয়েছেন কোনও এক দুষ্টু ব্যক্তি। বিহারের এক সরকারি স্কুলের এমনই ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।সূত্রের খবর, নিদ্রাপ্রেমী শিক্ষিতকার নাম ববিতা কুমারী। বিহারের কাথারবা গ্রামের রাজকীয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা।ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, ক্লাসে অল্প কয়েকজন পড়ুয়া বসে আছে। সবাই মেঝেতেই। চেয়ারে হেলান দিয়ে শিক্ষিকা। পেছনে দাঁড়িয়ে হাওয়া করছে এক পড়ুয়া।ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার খবর পেয়েছেন অভিযুক্ত শিক্ষিকা। যদিও সংবাদমাধ্যমের কাছে তাঁর দাবি, ঘুমোচ্ছিলেন না। গরমে তাঁর শরীর খারাপ লাগছিল। সেই জন্য একটু বিশ্রাম নিচ্ছিলেন। ভিডিয়োটির সমালোচনায় সরব হয়েছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। অনেকেই প্রশ্ন তুলেছেন, দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিস্থিতি নিয়ে। নিন্দুকেরা বলছেন, বেশিরভাগ স্কুলেই এমন দু-একজন নিদ্রাপ্রেমী শিক্ষক-শিক্ষিকা দেখতে পাওয়া যায়।